Diwali 2023: দীপাবলির আনন্দে শামিল করে নিন WhatsApp-কে, এই ভাবে ব্যবহার করুন মেসেজিং অ্যাপটি

Last Updated:

মানুষের হাতে সময় বড় কমে গিয়েছে। সাফল্যের ইঁদুর দৌড়ে ব্যস্ত বেশির ভাগ মানুষ এখন আর উৎসবের দিনে আত্মীয়-বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগই পান না।


দীপাবলির আনন্দে শামিল করে নিন WhatsApp-কে
দীপাবলির আনন্দে শামিল করে নিন WhatsApp-কে
কলকাতাঃ মানুষের হাতে সময় বড় কমে গিয়েছে। সাফল্যের ইঁদুর দৌড়ে ব্যস্ত বেশির ভাগ মানুষ এখন আর উৎসবের দিনে আত্মীয়-বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগই পান না। তবে তাঁকে সাহায্য করার জন্য রয়েছে প্রযুক্তি। WhatsApp-এর মাধ্যমে অনায়াসে কাছাকাছি থাকার অনুভব ব্যক্ত করে নেওয়া যায় প্রিয়জনের সঙ্গে।
দীপাবলিতে কীভাবে ব্যবহার করা যায় WhatsApp, দেখে নেওয়া যাক এক নজরে।
advertisement
১. WhatsApp-এ বন্ধু ও পরিবারের সদস্যদের শুভেচ্ছাবার্তা পাঠানো যেতে পারে।
২. নিজের উৎসব উদযাপনের ছবি বা ভিডিও প্রিয়জনের কাছে পাঠানো যায়।
advertisement
৩. গ্রুপ চ্যাট তৈরি পরিবারের সকলকে একত্রিত করা যেতেই পারে ভার্চুয়ালি। ছোটবেলার বন্ধুরা যাঁরা বিভিন্ন দেশে রয়েছেন, তাঁদের সঙ্গেও একটা পুনর্মিলন করা যায়।
৪. দীপাবলির আনন্দ দ্বিগুণ করতে WhatsApp-এ রয়েছে স্টিকার এবং ইমোজি। যেকোনও শুভেচ্ছাবার্তা আরও মজাদার হয়ে উঠতে পারে এর সাহায্যে।
৫. দীপাবলিতে কোনও প্রিয়জনের কাছে পাঠানো যেতে পারে বিশেষ রান্নার রেসিপি বা টিপস। বাড়ি থেকে দূরে থাকা সেই মানুষটিও যাতে বাড়ির মতো স্বাদ পেতে পারেন।
advertisement
৬. ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ব্যবহার করে ভার্চুয়াল পার্টি হোস্ট করা যেতে পারে। সকলকে একত্রিত করে দীপাবলির সন্ধ্যায় গান-বাজনা করে উপভোগ করা যেতে পারে।
৭. এমনকী যেসব বন্ধুরা ভারতীয় ঐতিহ্য বা পরম্পরা সম্পর্কে কিছু জানেন না, তেমন বিদেশি বন্ধুদের কাছেও পৌঁছে দেওয়া যেতে পারে দীপাবলির ধারণা।
১০টি শুভেচ্ছা বার্তা—
১. দীপের আলোয় জীবন উজ্জ্বল হোক, সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হোক।
advertisement
২. আনন্দ এবং ভালবাসায় ভরা দীপাবলির শুভেচ্ছা জানাই। সাফল্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক আগামী।
৩. এই দীপাবলিতে লক্ষ্মীদেবীর আশীর্বাদ বর্ষিত হোক। কামনা করি, সমৃদ্ধ হোক আগামী।
৪. আলোর উৎসব নিয়ে আসুক নতুন আশা, নতুন সূচনা এবং নিত্য আনন্দ।
৫. ঘরকে আলোকিত করা প্রদীপের মতোই উজ্জ্বল ও সুন্দর দীপাবলির শুভেচ্ছা জানাই।
advertisement
৬. খাওয়া-দাওয়া আর হুল্লোড়ে ভরে উঠুক সুস্থ-সুন্দর দীপাবলি।
৭. সকলের ঘরে অন্ধকার দূর করে উজ্জ্বল হয়ে উঠুক দীপাবলির আলো।
৮. শান্তি, সম্প্রীতি, এবং শুভেচ্ছায় ভরা দীপাবলি উৎসবের শুভেচ্ছা।
৯. দীপোৎসব জীবনে নিয়ে আসুক সমৃদ্ধ জীবনের আলো।
১০. আলোর উৎসব যেন নিয়ে আসে সমস্ত আনন্দ। সুখী ও সমৃদ্ধ হোক জীবন।
WhatsApp-এর স্টেটাস আপলোড করার মাধ্যমেও প্রিয়জনের সঙ্গে শুভেচ্ছাবার্তা ভাগ করে নেওয়া যায়। #DiwaliWhatsApp হ্যাশট্যাগ ব্যবহার করে দীপাবলির স্টোরিও শেয়ার করা যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Diwali 2023: দীপাবলির আনন্দে শামিল করে নিন WhatsApp-কে, এই ভাবে ব্যবহার করুন মেসেজিং অ্যাপটি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement