৩৬ হাজার টাকা সস্তায় স্কুটি পেতে পারেন মহিলারা! নতুন পলিসি আনছে সরকার!

Last Updated:

ড্রাফট পলিসি অনুযায়ী, যেসব মহিলার ড্রাইভিং লাইসেন্স আছে, তাঁদের মধ্যে প্রথম ১০ হাজার মহিলা পেয়ে যাবেন এই বেনিফিট। আপাতত সরকারের বিবেচনার অধীনে রয়েছে এই প্রস্তাব।

News18
News18
কলকাতা: নিজেদের নতুন Electric Vehicle (EV) Policy 2.0-র অধীনে ইলেকট্রিক টু-হুইলার কেনার উপর মহিলাদের জন্য ৩৬ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করছে দিল্লি সরকার। ড্রাফট পলিসি অনুযায়ী, যেসব মহিলার ড্রাইভিং লাইসেন্স আছে, তাঁদের মধ্যে প্রথম ১০ হাজার মহিলা পেয়ে যাবেন এই বেনিফিট।
আপাতত সরকারের বিবেচনার অধীনে রয়েছে এই প্রস্তাব। খুব শীঘ্রই তা অনুমোদন পেতে পারে। ইভি শিফটের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে দিল্লির মহিলারা ইলেকট্রিক টু-হুইলারের উপর প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ১২ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। সর্বোচ্চ ৩৬ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি মিলবে।
advertisement
advertisement
কেন্দ্রীয় সরকারের PM e-Drive স্কিমের পরিপূরক হিসেবে এটি ডিজাইন করা হয়েছে। EV Policy 2.0-র লক্ষ্য হল, দিল্লিতে ইলেকট্রিক গাড়ি নেওয়ার হার বৃদ্ধি করা। এই স্কিমটি আগামী ৩১ মার্চ ২০৩০ তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে। শুধুমাত্র ইলেকট্রিক টু-হুইলারেই এই ভর্তুকি মিলবে না, এর সঙ্গে থ্রি-হুইলার এবং বাণিজ্যিক গাড়ির উপরেও মিলবে ভর্তুকি। শহরে ইলেকট্রিক টু-হুইলারের ব্যবহার বাড়াতে সরকার প্রতি কিলোওয়াট-ঘণ্টা (kWh) ১০,০০০ টাকা পর্যন্ত ক্রয় ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করতে পারে, আর প্রতি গাড়ির জন্য সর্বোচ্চ ৩০,০০০ টাকা জরিমানা।
advertisement
১০ হাজার টাকার অতিরিক্ত ভর্তুকি:
এর পাশাপাশি রেজিস্টার্ড মালিক, যাঁদের জীবাশ্ম জ্বালানি-চালিত গাড়ি – টু হুইলার আছে – তাঁরা অতিরিক্ত ১০ হাজার টাকার ভর্তুকি পাবেন। তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে। আর সেটি হল, স্ক্র্যাপড গাড়িটি ১২ বছরের বেশি পুরনো হওয়া চলবে না। L5M ক্যাটাগরি ইলেকট্রিক অটো-রিকশা বিদ্যমান সিএনজি অটোর জায়গা নিতে চলেছে।
advertisement
L5M ক্যাটাগরি ইলেকট্রিক অটো-রিকশার ক্ষেত্রে এই পলিসি থেকে প্রতি kWh-এ পারচেজ সাবসিডি অ্যামাউন্ট ১০ হাজার টাকা পর্যন্ত অফার করতে পারে এই পলিসি, সর্বোচ্চ ৪৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। স্ক্র্যাপিং আইসিই (ইন্টারনাল কমবাশন ইঞ্জিন) অটো-রিকশা যেগুলি ১২ বছরের কম পুরনো, তাহলে সেক্ষেত্রে ২০ হাজার টাকা স্ক্র্যাপিং সাবসিডি পাওয়া যেতে পারে।
advertisement
এই পলিসির অধীনে সমস্ত সিএনজি অটো-রিকশা, পলিসি মেয়াদের আওতায় যেগুলির ১০ বছরের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হচ্ছে, সেগুলির জায়গায় ই-অটো নামানোর নির্দেশ লাগু হতে পারে। এই পরিস্থিতিতে প্রতি গাড়ির প্রতিস্থাপনের জন্য ১,০০,০০০ টাকা ভর্তুকি দেওয়া হতে পারে। যদিও এই সাবসিডি যাঁরা নিচ্ছেন, তাঁরা এই পলিসির আওতায় অন্য স্কিমের জন্য যোগ্য থাকবেন না। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে সরকার থ্রি-হুইলার এবং ফোর-হুইলার উভয়ের জন্য ভর্তুকির প্রস্তাব দিতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৩৬ হাজার টাকা সস্তায় স্কুটি পেতে পারেন মহিলারা! নতুন পলিসি আনছে সরকার!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement