Instagram: ইনস্টাগ্রাম বাড়াল প্রতিদিনের টাইম লিমিট অপশন, কীভাবে কাজ করবে এই ফিচার?
- Published by:Suman Biswas
Last Updated:
Instagram: বর্তমানে বিভিন্ন ধরনের কাজের জন্য, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যাবহার করা হলেও, অনেকেই বিনা কারণেই সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে।
#নয়াদিল্লি: মেটার (Meta) নিজস্ব জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Instagram তাদের 'ডেইলি টাইম লিমিট' অপশন পরিবর্তন করে চলেছে। Instagram-এর পক্ষ থেকে মঙ্গলবার জানাও হয়েছে এই বিষয়টি। Instagram কয়েকদিন আগেই নিয়ে এসেছে নতুন অপশন, টেক আ ব্রেক। সেই অপশনের মাধ্যমে Instagram-এর ইউজাররা রিমাইন্ডার সেট করে রাখতে পারে। একটানা Instagram ব্যবহার করে গেলে সেই রিমাইন্ডার তা মনে করিয়ে দেবে। সেখানে সবথেকে বেশি সময় রাখা হয়েছিল ৩০ মিনিট। কিন্তু এখন সেই ৩০ মিনিট সময়ের রিমাইন্ডার সরিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ বাড়ানো হতে পারে Instagram-এর 'ডেইলি টাইম লিমিট' অপশন।
বর্তমানে বিভিন্ন ধরনের কাজের জন্য, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যাবহার করা হলেও, অনেকেই বিনা কারণেই সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে। এর জন্যই Instagram নিয়ে এসেছে নতুন অপশন টেক আ ব্রেক। এর মাধ্যমে Instagram-এর ইউজাররা সেট করে রাখতে পারে 'ডেইলি টাইম লিমিট' অপশন। যার সবথেকে বেশি সময় হল ৩০ মিনিট। কিন্তু মঙ্গলবার Instagram-এর তরফে জানানো হয়েছে যে তাদের 'ডেইলি টাইম লিমিট' অপশন পরিবর্তন করা হতে চলেছে।
advertisement
advertisement
মেটার মুখপাত্র জানিয়েছেন যে, টেক আ ব্রেক অপশনের মাধ্যমে ইউজারদের রিমাইন্ডার দেওয়া হবে তারা যদি একটানা ১০ মিনিট Instagram ব্যবহার করে। Instagram-এ বর্তমানে দুই ধরনের টাইম ম্যানেজমেন্ট ফিচার রয়েছে। এর একটি হল ডেইলি টাইম লিমিট এবং অন্যটি হল টেক আ ব্রেক। এখন Instagram-এর ডেইলি টাইম লিমিট অপশন পরিবর্তন করা হতে পারে। এর মাধ্যমে সরিয়ে দেওয়া হতে পারে ৩০ মিনিটের অপশন। সুতরাং Instagram-এর ডেইলি টাইম লিমিট অপশনের সময় বাড়িয়ে দেওয়া হতে পারে।
advertisement
সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় অনেকেরই সময়ের কোনও খেয়াল থাকেনা। একটানা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় ইউজারদের সেটি মনে করিয়ে দেওয়ার জন্য Instagram নিয়ে এসেছে তাদের নতুন ফিচার ডেইলি টাইম লিমিট ও টেক আ ব্রেক। এর মাধ্যমে ইউজারদের রিমাইন্ড দেওয়া হবে একটা ব্রেক নেওয়ার জন্য। এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর ইউজারদের রিমাইন্ড দেওয়া হবে। এটি যেন ইউজারদের নজরে আসে তার জন্য ফুল স্ক্রিন জুড়ে দেওয়া হবে রিমাইন্ড। ইউজাররা নিজেদের সুবিধা অনুযায়ী এটি শিডিউল করে রাখতে পারবে। এখন Instagram তাদের ডেইলি টাইম লিমিট অপশন পরিবর্তন করতে চলেছে।
view commentsLocation :
First Published :
February 24, 2022 9:33 AM IST