Cyber Security: অনলাইন শপিংয়ে AI-তে তথ্য দিচ্ছেন? জানেন কী বিপদ ডাকছেন! সতর্ক করছে ক্রেতা সুরক্ষা দফতর
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Harashit Singha
Last Updated:
Cyber Security: ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাব তৈরি করা হয়েছে, উপভোক্তা বিষয়ক নানান বিষয় নিয়ে সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ ক্রেতা সুরক্ষা দফতরের।
মালদহ: উন্নত প্রযুক্তির যুগে অনেকটাই আধুনিক হয়েছে ব্যবসা-বাণিজ্যের পদ্ধতি। বর্তমানে ঘরে বসেই এক ক্লিকে মিলছে নানান নিত্য প্রয়োজনীয় সামগ্রী। কিন্তু এই সমস্ত অনলাইন শপিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোম্পানিগুলো প্রোডাক্ট বিক্রি করছে। এই সমস্ত ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের দিতে হচ্ছে নানান তথ্য।
কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অনলাইন পদ্ধতিতে গ্রাহকদের তথ্য দেওয়া কতটা নিরাপদ কিংবা এই ক্ষেত্রে কোম্পানিগুলি সাধারণ ক্রেতাদের কি ধরনের নিরাপত্তা দিচ্ছে তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল ক্রেতা সুরক্ষা দফতর। এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের। তাই আগে থেকেই গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে একাধিক পরিকল্পনা নিয়েছে ক্রেতা সুরক্ষা দফতর। মালদহ জেলা ক্রেতা সুরক্ষা দফতরের পক্ষ থেকে এই বিষয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
advertisement
advertisement
মালদহ জেলা ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক সঞ্জয় প্রামাণিক বলেন, ছাত্র-ছাত্রীরা সমাজের ভবিষ্যৎ। তাই তাদের নিয়েই উপভোক্তা বিষয়ক নানান বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, সব নানান বিষয় নিয়ে উপভোক্তাদের সচেতন করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতার মাধ্যমে এই সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
advertisement
এই সচেতনতা শিবিরে প্রধান গুরুত্ব দেওয়া হয় স্কুলের শিক্ষার্থীদের। কারণ তারাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে আগামীতে। তাই মালদহ জেলার ক্রেতা সুরক্ষা দফতরের পক্ষ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্রেতা সুরক্ষা নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপভোক্তা বিষয়ক ক্লাব তৈরি করা হয়েছে মালদহ জেলায়। জেলার বিভিন্ন প্রান্তের স্কুলের পড়ুয়াদের নিয়ে ৪২ টি ক্লাব রয়েছে। মূল লক্ষ্য উপভোক্তা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এই ক্লাবের সদস্যদের নিয়েই এদিন দফতরের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি করতে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার বিষয় বস্তু ছিল উপভোক্তা বিষয়ক সচেতনতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা উপভোক্তাদের মধ্যে তার প্রয়োগ।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2024 3:27 PM IST