ChatGPT: মাথায় কিছুই আসছে না! এমন পরিস্থিতিতে লেখকের কাজ সহজ করে দেবে AI

Last Updated:

অনেক সময়ই লেখকদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়, হঠাৎ চারদিক শূন্য হয়ে যায়, লেখার মতো একটি শব্দও যেন মাথায় আসে না। একে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘রাইটার্স ব্লক’। এটি কোনও অসুস্থতা নয়।

মাথায় কিছুই আসছে না! এমন পরিস্থিতিতে লেখকের কাজ সহজ করে দেবে AI
মাথায় কিছুই আসছে না! এমন পরিস্থিতিতে লেখকের কাজ সহজ করে দেবে AI
কৃত্রিম মেধা দাপট দেখাতে শুরু করেছে। চলতি বছরের গোড়া থেকেই হৈ হৈ পড়ে গিয়েছিল বিশ্ব জুড়ে, এবার কি তবে লেখক, অধ্যাপক, সাংবাদিকদের পেশায় থাবা বসাবে যন্ত্র-বুদ্ধি!
আশঙ্কা যে অমূলক নয়, তা বুঝিয়ে দিয়েছে বেশ কিছু ঘটনা। তবে বিজ্ঞান বা প্রযুক্তির উন্নতি তো আদতে মানুষের ভালর জন্য। সেকথা ভুলে গেলে চলবে না। তাই আগামী দিনে কৃত্রিম মেধা বা AI-কে কাজে লাগাতে হবে মানুষেরই কল্যাণে, এমন দাবি করছেন বিজ্ঞানীরা। লেখক, অধ্যাপক বা সংবাদিকদের কাজই হল লেখালিখি করা, নিরন্তর জ্ঞান ও তথ্যের সাধনা।
advertisement
কিন্তু অনেক সময়ই লেখকদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়, হঠাৎ চারদিক শূন্য হয়ে যায়, লেখার মতো একটি শব্দও যেন মাথায় আসে না। একে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘রাইটার্স ব্লক’। এটি কোনও অসুস্থতা নয়। তবে খানিকটা সমস্যাজনক তো বটেই। AI ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে সহজেই।
advertisement
advertisement
হঠাৎ মাথা ফাঁকা হয়ে গেলে কী ভাবে হাত পাতা যাবে কৃত্রিম মেধার কাছে! দেখে নেওয়া যাক—
পরিকল্পনা তৈরি—
ChatGPT-র মতো বট ব্যবহার করে লেখকরা নতুন নতুন ধারনা বা পরিকল্পনা তৈরি করতে পারেন। বিশেষত যাঁরা ‘রাইটার্স ব্লক’-এ আক্রান্ত হয়েছেন। কৃত্রিম মেধার কাছ থেকে পরামর্শ পাওয়া যেতে পারে। সামান্য ধাক্কা লাগলেই আবার কাজ করতে শুরু করতে পারে মানব-মস্তিষ্ক। সেই ধাক্কা দেওয়ার কাজটাই করে দিতে পারে যন্ত্র-মগজ।
advertisement
বিষয়বস্তুর ধারণা—
চ্যাটবটগুলি সত্যিই ‘বুদ্ধিমান’। কোনও লেখক যদি খানিকটা লিখে খেই হারিয়ে ফেলেন, বা বিষয়বস্তু কোন দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেবিষয়ে ভাবতে না পারেন, তাহলে কৃত্রিম মেধার সাহায্য নেওয়া যায়। নিজের লেখার খানিকটা অংশ বট-এ তুলে দিয়ে তাকেই জিজ্ঞাসা করা যায়, পরবর্তী অংশ কেমন হবে। কোনও বিষয় আরও ব্যাখ্যা করার দাবি জানানোও যায়। বট যতই ‘উল্টো-পাল্টা’ বলুক না কেন, মানুষের মাথা তাকে সাজিয়ে নেওয়ার পক্ষে যথেষ্ট।
advertisement
সম্পাদনা—
প্রুফ রিডিং বা সম্পাদনার ক্ষেত্রে ChatGPT ভাল কাজ করতে পারে। ব্যাকরণগত ভুল শুধরে নেওয়ার জন্য মানুষ তার সাহায্য নিতেই পারে। লেখার সময় কোনও ভুল হয়ে থাকলেও তা শুধরে দিতে পারবে AI। না, বাংলা লেখায় এখনই ততটা ভরসা করা যাবে না। সাবধান!
চরিত্র ও প্লট নির্মাণ—
যাঁরা গল্প লেখেন, তাঁদের জন্য ChatGPT ভাল সহায়ক হতে পারে। কোনও চরিত্র সম্পর্কে জানালে তার পরবর্তী ভাব, তার প্রেক্ষাপট সম্পর্কেও ধারণা তৈরি করে দিতে পারে AI। তবে হ্যাঁ, সেই প্রেক্ষাপটকে নিজের মতো সাজিয়ে নিতে হবে বৈকী!
advertisement
গবেষণা সহায়ক—
এই অংশে সব থেকে বেশি কাজে আসতে পারে AI। যেকোনও তথ্য খুব সহজে খুঁজে এনে দিতে পারবে সে। তবে এক্ষেত্রেও সেই সমস্যা, খুব গভীর জ্ঞানের প্রত্যাশা না রাখাই ভাল।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ChatGPT: মাথায় কিছুই আসছে না! এমন পরিস্থিতিতে লেখকের কাজ সহজ করে দেবে AI
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement