এক চার্জারেই ল্যাপটপ থেকে মোবাইল সব চার্জ করা যাবে! নতুন নিয়ম আনছে কেন্দ্র

Last Updated:

Smartphone charging: ২০২৫ সালের মার্চ থেকে জুন মাসের মধ্যে দেশের সমস্ত মোবাইল উৎপাদনকারী সংস্থাকে ডিভাইসের ডিফল্ট অপশন হিসেবে ইউএসবি পোর্ট অন্তর্ভুক্ত করতে হবে।

কলকাতা: চার্জিংয়ের জন্য নয়া নিয়ম নির্ধারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এখন অন্যান্য দেশও একই নিয়ম কার্যকর করার কথা ভাবছে। এই তালিকায় রয়েছে ভারতও।
কেন্দ্র সরকার মোবাইল ডিভাইসের জন্য মানসম্মত চার্জিং পোর্টের নিয়ম আনতে চলেছে বলে জানা গিয়েছে। খবর অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে দেশের সমস্ত মোবাইলের জন্য ইউএসবি-সি পোর্ট বাধ্যতামূলক করা হবে। এর জন্য সময়সীমাও বেঁধে দিয়েছে কেন্দ্র।
একাধিক সূত্রের উল্লেখ করে লাইভমিন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মার্চ থেকে জুন মাসের মধ্যে দেশের সমস্ত মোবাইল উৎপাদনকারী সংস্থাকে ডিভাইসের ডিফল্ট অপশন হিসেবে ইউএসবি পোর্ট অন্তর্ভুক্ত করতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন- মোবাইলের চার্জিং পোর্টে জমছে ধুলো! কীভাবে পরিষ্কার করবেন? জেনে নিন
এই পদক্ষেপে সর্বশেষ চার্জিং প্রযুক্তির ব্যবহারও বাধ্যতামূলক করা হচ্ছে, যাতে চার্জিং প্রক্রিয়া আরও সহজ হয়। ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের মতো ভারতও মোবাইলের পাশাপাশি ল্যাপটপ, ট্যাবলেটে চার্জ করার জন্য ইউএসবি-সি পোর্টকে স্ট্যান্ডার্ড চার্জিং পোর্ট হিসেবে ব্যবহার করতে চায়।
স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো ল্যাপটপেও ইউএসবি-সি পোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে। তবে সরকার একসঙ্গে এই নিয়ম লাগু করছে না বলে জানা গিয়েছে।
advertisement
আগামী বছরের শেষ দিকে ল্যাপটপের জন্য ইউএসবি-সি পোর্টের নিয়ম প্রযোজ্য হবে। প্রসঙ্গত বলে রাখা ভাল, ইউরোপীয় ইউনিয়ন ২০২২ সালেই সমস্ত বৈদ্যুতিক গ্যাজেট চার্জিংয়ের জন্য ইউএসবি-সি পোর্টের নিয়ম লাগু করে।
ই-বর্জ্য কমবে: কেন সমস্ত ডিভাইসে ইউএসবি-সি পোর্ট বাধ্যতামূলক করার কথা ভাবছে কেন্দ্র সরকার। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল, অভিন্ন চার্জিং পোর্ট দেওয়া, যাতে বিভিন্ন ডিভাইসের জন্য আলাদা চার্জারের প্রয়োজন না হয়।
advertisement
আরও পড়ুন- বাইক হবে বন্ধুর মতো! কখনও সমস্যায় ফেলবে না, সঙ্গে রাখুন ‘এই’ জিনিস
এটা পরিবেশের জন্য উপকারী। কারণ এতে ইলেকট্রনিক বর্জ্য কমবে। সরকারের এই পদক্ষেপে ইউজাররাও লাভবান হবেন। বিভিন্ন ডিভাইসের জন্য আর আলাদা আলাদা চার্জার কিনতে হবে না। ফলে টাকা বাঁচবে।
সবচেয়ে বড় কথা হল, অ্যাপল সহ অনেক স্মার্টফোন ব্র্যান্ড ইতিমধ্যেই চার্জিং স্ট্যান্ডার্ড হিসেবে ইউএসবি-সি পোর্ট চালু করেছে। তাই সরকারের এই সিদ্ধান্তের ফলে মোবাইল কোম্পানিগুলোকে খুব একটা অসুবিধায় পড়তে হবে না বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এক চার্জারেই ল্যাপটপ থেকে মোবাইল সব চার্জ করা যাবে! নতুন নিয়ম আনছে কেন্দ্র
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement