মোবাইলের চার্জিং পোর্টে জমছে ধুলো! কীভাবে পরিষ্কার করবেন? জেনে নিন

Last Updated:

Smartphone charging port: সময়ের সঙ্গে সঙ্গে ময়লা জমতে জমতে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষতি হয়ে যায়। তাই মাঝেমধ্যে চার্জিং পোর্ট পরিষ্কার করতে পারলে ভাল। এতে ডিবাইস ভাল থাকে।

কলকাতা: ইলেকট্রনিক ডিভাইস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। আর ব্যবহার করতে করতে তাতে ময়লা জমে। আর সময়ের সঙ্গে সঙ্গে ময়লা জমতে জমতে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষতি হয়ে যায়।
এর মধ্যে অন্যতম হল স্মার্টফোন অথবা ল্যাপটপের চার্জিং পোর্ট। আর ফোন বা ল্যাপটপের চার্জিং পোর্টে ময়লা জমলে তা ডিভাইসের ক্ষতি করে দিতে পারে। রইল তা পরিষ্কার করার সহজ উপায়।
আরও পড়ুন- সারা দেশে ৩৯২টি মোবাইল হ্যান্ডসেট ব্লক করার নির্দেশ, বড়সড় পদক্ষেপ DoT-এর
আইফোন এবং অ্যান্ড্রয়েডের চার্জিং পোর্ট পরিষ্কার রাখার উপায়:
advertisement
advertisement
এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল – টুথপিকস, কটন বল, রাবিং অ্যালকোহল (অপশনাল), কম্প্রেসড এয়ারের ক্যান।
চার্জিং পোর্ট পরিষ্কার রাখার উপায়:
১. কোনও ক্ষতি এড়ানোর জন্য পরিষ্কার করার আগে ফোন সব সময় বন্ধ করে নিতে হবে।
২. কটন বলের একটা অংশ ছিঁড়ে নিতে হবে। তা টুথপিকে জড়িয়ে নিতে হবে। অথবা কটন বাডস সরাসরি ভাবে ব্যবহার করা যেতে পারে।
advertisement
৩. কম্প্রেসড এয়ারের ক্যান ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে। তবে বেশিক্ষণ ওই এয়ার ব্যবহার করা উচিত নয়।
৪. চার্জিং পোর্টে কটন বাডস অথবা টুথপিকের অগ্রভাগটা প্রবেশ করাতে হবে। ধীরে ধীরে পরিষ্কার করতে হবে। তা যাতে সমস্ত জায়গায় পৌঁছয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
৫. অবশিষ্ট কোনও ময়লা দূর করতে শেষ বারের মতো কম্প্রেসড এয়ার ব্যবহার করতে হবে।
advertisement
১. ডিভাইস প্রথমে বন্ধ করতে হবে। কিংবা পাওয়ার সোর্স থেকে তা আনপ্লাগ করতে হবে।
২. ডিসি পাওয়ার পোর্টের ভিতরের অংশ দেখার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হবে। সেখানে কোনও ভঙ্গুর পিন রয়েছে কি না, সেটা নিশ্চিত করতে হবে।
advertisement
৩. এরপর ফোনের চার্জিং পোর্ট পরিষ্কারের উপায় মেনে বাকিটা করতে হবে।
চার্জিং পোর্টের ক্ষতি প্রতিরোধ করার উপায়:
১. যত্নের সঙ্গে এই সব ডিভাইস ব্যবহার করতে হবে। বিশেষ করে প্লাগিং এবং আনপ্লাগিং করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে।
২. ময়লা যাতে না জমে, তার জন্য নিয়মিত পরিষ্কার করা আবশ্যক।
৩. ধুলো-ময়লা থেকে রক্ষা করার জন্য চার্জিং পোর্টের জন্য প্রোটেক্টিভ কভার ব্যবহার করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মোবাইলের চার্জিং পোর্টে জমছে ধুলো! কীভাবে পরিষ্কার করবেন? জেনে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement