বাইক হবে বন্ধুর মতো! কখনও সমস্যায় ফেলবে না, সঙ্গে রাখুন 'এই' জিনিস

Last Updated:

মাইলেজ যেমন ভাল পাবেন, তেমন আরাম পাবেন বাইক চালিয়ে। প্রতিদিন টায়ারের প্রেসার মাপলে টায়ারের স্বাস্থ্য ভাল থাকবে।

প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
বর্তমানে বাইক অনেকের চলার সঙ্গী হয়ে উঠেছে। কিন্তু আপনার এই নিত্যসঙ্গীর যত্ন প্রয়োজন প্রতিদিন। তাছাড়াও যন্ত্রাংশ রাস্তাঘাটে যে কোনও সময় বিগড়ে যেতে পারে। তাই সেই বিপদ থেকে রক্ষা পেতে, আপনার বাইকে কী কী যন্ত্রপাতি সব সময় রাখবেন, এটা জেনে রাখলে উপকার হবে আপনারই।
অটোমোবাইল ইঞ্জিনিয়ার শুভজিৎ সরকার বলেছেন, যদি আপনি চান, আপনার বাইক আপনাকে একজন বিশ্বস্ত বন্ধুর মতো সবসময় সঙ্গ দিক, তা হলে আপনাকে অবশ্যই কাছে রাখতে হবে প্রেশার গেজ। কারণ বাইকের টায়ারে প্রেসার প্রত্যেকদিন মাপা উচিত। তাহলে বাইকের মাইলেজ যেমন ভাল পাবেন, তেমন আরাম পাবেন বাইক চালিয়ে। তাছাড়াও প্রতিদিন টায়ারের প্রেসার মাপলে টায়ারের স্বাস্থ্য ভাল থাকবে। অটোমোবাইল ইঞ্জিনিয়ার শুভজিৎ সরকার বলেছেন, যদি আপনি চান, আপনার বাইক আপনাকে একজন বিশ্বস্ত বন্ধুর মতো সবসময় সঙ্গ দিক, তা হলে আপনাকে অবশ্যই কাছে রাখতে হবে প্রেশার গেজ। কারণ বাইকের টায়ারে প্রেসার প্রত্যেকদিন মাপা উচিত। তাহলে বাইকের মাইলেজ যেমন ভাল পাবেন, তেমন আরাম পাবেন বাইক চালিয়ে। তাছাড়াও প্রতিদিন টায়ারের প্রেসার মাপলে টায়ারের স্বাস্থ্য ভাল থাকবে।
advertisement
এছাড়াও আপনাকে আপনার বাইকে রাখতে হবে মাল্টিহেড স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভার সেট সাধারণত আমাদের সকলের বাড়িতেই থাকে। বিভিন্ন কাজে ব্যবহার করা হয় স্ক্রু ড্রাইভার। রাস্তায় বাইক নিয়ে বেরোলে অবশ্যই মাল্টিহেড স্ক্রু ড্রাইভার সেট আপনাকে সঙ্গে রাখতে হবে। তা হলে বাইকের কোনও সমস্যা হলেও আপনাকে বড় সমস্যায় পড়তে হবে না। এছাড়াও আপনাকে আপনার বাইকে রাখতে হবে মাল্টিহেড স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভার সেট সাধারণত আমাদের সকলের বাড়িতেই থাকে। বিভিন্ন কাজে ব্যবহার করা হয় স্ক্রু ড্রাইভার। রাস্তায় বাইক নিয়ে বেরোলে অবশ্যই মাল্টিহেড স্ক্রু ড্রাইভার সেট আপনাকে সঙ্গে রাখতে হবে। তা হলে বাইকের কোনও সমস্যা হলেও আপনাকে বড় সমস্যায় পড়তে হবে না।
advertisement
advertisement
প্লায়ার্স এবং অ্যালেনকি, এই দুটি জিনিসও আপনাকে সঙ্গে রাখতে হবে। বাইকে বিভিন্ন ধরনের হেক্স হেড থাকে। সেগুলি কখনও টাইট দেওয়ার প্রয়োজন পড়ে, কখনও সেগুলিকে আলগা করতে হয়। আর এই কাজের জন্য এই দুটি সরঞ্জামের সেট আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। তাহলে বাইকের প্রাথমিক চিকিৎসা আপনি করতে পারবেন। প্লায়ার্স এবং অ্যালেনকি, এই দুটি জিনিসও আপনাকে সঙ্গে রাখতে হবে। বাইকে বিভিন্ন ধরনের হেক্স হেড থাকে। সেগুলি কখনও টাইট দেওয়ার প্রয়োজন পড়ে, কখনও সেগুলিকে আলগা করতে হয়। আর এই কাজের জন্য এই দুটি সরঞ্জামের সেট আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। তাহলে বাইকের প্রাথমিক চিকিৎসা আপনি করতে পারবেন।
advertisement
এছাড়াও আপনি বাইকে পাংচার কিট এবং পোর্টেবল পাম্পার রাখতে পারেন। এই দুটি জিনিসই খুব সহজে ই-কমার্স ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। দামও খুব বেশি নয়। কিন্তু এই ছোট্ট জিনিসগুলি আপনার বাইকের সঙ্গে রাখলে, রাস্তাঘাটে বাইক আপনাকে বিপদে ফেলতে পারবে না।নয়ন ঘোষ এছাড়াও আপনি বাইকে পাংচার কিট এবং পোর্টেবল পাম্পার রাখতে পারেন। এই দুটি জিনিসই খুব সহজে ই-কমার্স ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। দামও খুব বেশি নয়। কিন্তু এই ছোট্ট জিনিসগুলি আপনার বাইকের সঙ্গে রাখলে, রাস্তাঘাটে বাইক আপনাকে বিপদে ফেলতে পারবে না।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
বাইক হবে বন্ধুর মতো! কখনও সমস্যায় ফেলবে না, সঙ্গে রাখুন 'এই' জিনিস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement