করোনা মোকাবিলায় কেন্দ্রের নয়া পদক্ষেপ! রেলওয়ে স্টেশনে থার্মাল স্ক্রিনিং-এর জন্য বসানো হল রোবোটিক যন্ত্র

Last Updated:

রেলওয়ে স্টেশন গুলিতে যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করেন প্রথম সারির কর্মীরা (ফ্রন্ট লাইন ওয়ার্কার)। তাই তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে এ বার যন্ত্রের মাধ্যমে থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা নিয়েছেন ভারতীয় রেল।

#দিল্লি: এ বার আপনার শরীরের তাপমাত্রা মাপবে রোবট। হ্যাঁ ঠিকই করোনা মোকাবিলায় এরকমই একটি অভিনব পদক্ষেপ নেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে। কেন্দ্রের রেলওয়ে স্টেশন গুলিতে বসানো হল রোবট এবং রোবোটিক ডিভাইস। রেলওয়ে স্টেশন গুলিতে যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করেন প্রথম সারির কর্মীরা (Front line workers)। তাই তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে এ বার যন্ত্রের মাধ্যমে থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেলপথ। তাছাড়াও এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং যাত্রীদের করোনা মুক্ত এবং নিরাপদ পরিষেবা দিতে ভারতীয় রেলপথ ‘ফেব্রি আই’ এবং রোবোটিক ‘ক্যাপ্টেন অর্জুন’ ডিভাইস চালু করেছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, এই রোবোটিক ডিভাইসগুলিতে সেন্সর লাগানো রয়েছে যা যাত্রীর শরীরের তাপমাত্রা মাপতে সাহায্য করবে। ‘ফেব্রি আই’তে একটি ক্যামেরা ইন্সটল করা রয়েছে, যার দ্বারা যাত্রীদের আনাগোনা লক্ষ্য রাখা হবে। অন্য দিকে, ‘ক্যাপ্টেন অর্জুন’ হল একটি মুভিং ডিভাইস যার মাধ্যমে যাত্রীরা নিজেরাই থার্মাল স্ক্যানিং করতে পারবেন। এই আরেকটি সুবিধা রয়েছে, তা হল অডিয়ো-ভিস্যুয়াল ফিচার। এর মধ্যে সেন্সর রয়েছে যা ফ্লোরকে স্যানিটাইজ করতে সাহায্য করবে এবং এটিতে ব্যবহার করা মাস্ক গুলি ফেলে দেওয়া যাবে। এ ছাড়াও টিকিট চেক করার জন্য অটোমেটেড টিকিট ম্যানেজিং অ্যাক্সেস বানান হয়েছে যা ডিজিট্যালি টিকিট চেক করবে।
advertisement
রেলের পক্ষ থেকে জানিয়েছে, লাগেজ এবং অন্যান্য যোগাযোগের মাধ্যমে যাতে ইনফেকশন ছড়িয়ে না পড়ে তার জন্য সিএসএমটি, দাদার, এলটিটি এবং নাগপুরের মতো বড় স্টেশন গুলিতে অটোমেটেড ব্যাগেজ র্যা পিং এবং স্যানিটাইজেশনের সুবিধা শুরু করা হয়েছে। এ ছাড়াও পা দিয়ে চালিত একটি মেশিন যার মাধ্যমে লিকুইড হ্যান্ড ওয়াশ পাওয়া যাবে এবং জলের ব্যবস্থাও করা হয়েছে। এলটিটি, থানে, কল্যাণ এবং অন্যান্য স্টেশনগুলিতে গাড়িতে ওঠার আগে এবং যাত্রার সময় শরীরের তাপমাত্রা লক্ষ্য করার জন্য একটি ‘হেলথ এটিএম কিয়সক্‌’ বসানো হয়েছে। অন্যান্য স্টেশন গুলিতেও একই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
এই কিয়সক্‌ গুলিতে বেসিক ল্যাব টেস্ট এবং জরুরি সুবিধা গুলি পাওয়া যাবে। যাত্রীরা খুব কম টাকায় বিভিন্ন শারীরিক পরীক্ষাগুলো করাতে পারবেন। যেমন- রক্তচাপ, ব্লাড সুগার, বডি মাস ঈন্ডেক্স এবং আরও কিছু পরীক্ষা করানোর সুবিধা পাবেন। এর আগে রেলওয়ে হাসপাতাল গুলিতে রোগীদের চিকিৎসা ও সেবা দেওয়ার জন্য রোবোটিক ডিভাইস গুলি ব্যবহার করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
করোনা মোকাবিলায় কেন্দ্রের নয়া পদক্ষেপ! রেলওয়ে স্টেশনে থার্মাল স্ক্রিনিং-এর জন্য বসানো হল রোবোটিক যন্ত্র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement