Call Record: এই স্মার্টফোন ইউজাররা এখন VoWiFi কল রেকর্ড করতে পারবেন! আপনি এই সুবিধা পাবেন কি না দেখুন

Last Updated:

Call Record: স্যামসাং জানিয়েছে, স্যামসং গ্যালাক্সি ইউজাররা VoWiFi মোডের মাধ্যমে করা কল রেকর্ড করতে পারবেন।

Call Record: অধিকাংশ স্মার্টফোনেই আজকাল ভয়েস ওভার ওয়াইফাই কলিংয়ের অপশন থাকে। নেটওয়ার্কের সমস্যা থাকলে এটাই বাঁচায়। এবার এই কলিং মোডে নতুন একটি ফিচার যুক্ত হতে চলেছে। অনেক ইউজারই এর জন্য বহুদিন অপেক্ষা করেছিলেন। অবশেষে স্যামসাং জানিয়েছে, স্যামসং গ্যালাক্সি ইউজাররা VoWiFi মোডের মাধ্যমে করা কল রেকর্ড করতে পারবেন।Android 14-র উপর ভিত্তি করে সর্বশেষ One UI 6.1 সংস্করণে এই ফিচার পাওয়া যাবে। তবে আশার কথা হল, কয়েক মাসের মধ্যে পুরনো গ্যালাক্সি ডিভাইসেও এই ফিচার উপলব্ধ হবে।
অ্যান্ড্রয়েডের গুগল সংস্করণে কল রেকর্ড করা যায় না। তবে অ্যান্ড্রয়েড UI-এর অন্যান্য সংস্করণ যেমন One Ui, OxygenOS এবং ColorOS ইত্যাদিতে এই ফিচার রয়েছে। এখন স্যামসাং ইউজাররা VoWiFi কলিংয়ে এই ফিচার ব্যবহার করতে পারবেন। সম্ভবত অন্যান্য যে সব ব্র্যান্ড কাস্টম অ্যান্ড্রয়েড UI ব্যবহার করে, ভবিষ্যতে তারাও ইউজারদের এই সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।টেক বিশেষজ্ঞরা বলছেন, যাঁদের কাছে অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণের স্যামসাং গ্যালাক্সি ফোন রয়েছে তাঁদের অবিলম্বে Galaxy dialer অ্যাপটিকে 15.1.66 সংস্করণে বা নতুন সংস্করণে আপডেট করা উচিত। বলে রাখা ভাল, ২০২৪ সালে লঞ্চ হওয়া Galaxy S24 মডেলগুলি যাঁরা কিনেছেন, তাঁদের কাছেই নতুন সংস্করণ রয়েছে।
advertisement
advertisement
তবে কল রেকর্ড করলে গোপনীয়তা ভঙ্গ হয় বলে মনে করেন অনেকে। এজন্যই স্টক অ্যান্ড্রয়েড সংস্করণ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে গুগল। ফলে পিক্সল স্মার্টফোন ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারবেন না। অবশ্য অনেকের যুক্তি কল রেকর্ডের কিছু ইতিবাচক দিকও রয়েছে। যদি প্রয়োজন পড়ে বা প্রমাণ হিসেবে কেউ পেশ করতে চায়, তাহলে কল রেকর্ডই একমাত্র হাতিয়ার।One Ui 6.0 বা পুরনো সংস্করণে গ্যালাক্সি ফোন ইউজারদের কাছে ইউজাররা VoWiFi মোডের মাধ্যমে করা কল রেকর্ডিং ফিচার ব্যবহার এখন সময়ের অপেক্ষা মাত্র। টেক বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য ব্র্যান্ড এই ফিচার আনবে কি না তা এখনই বলা যাচ্ছে না। আগামী মাসের মধ্যে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Call Record: এই স্মার্টফোন ইউজাররা এখন VoWiFi কল রেকর্ড করতে পারবেন! আপনি এই সুবিধা পাবেন কি না দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement