Nose Picking: নাক খোঁটেন? অজান্তেই নাকে আঙুল চলে যায়? বড় অসুখ হতে পারে! জানলে ভয় হবে

Last Updated:
Nose Picking: নাক খোঁটা শুধু বদ অভ্যাস নয়! হতে পারে বড় বিপদ! কী ঘটতে পারে জানলে ভয় হবে
1/6
 নাক খোঁটার অভ্যেস অনেকের থাকে! রাস্তা ঘাটে মাঝে মধ্যেই অভ্যাসবশত অনেকেই নাকে হাত দিয়ে ফেলেন! এটি অবশ্যই একটি বদ অভ্যাস! সেই সঙ্গে জানেন কী এটা একটা বড় অসুখের ইঙ্গিত! বড় বিপদ ডেকে আনছেন না তো আপনি নিজেই? জানুন photo source collected
নাক খোঁটার অভ্যেস অনেকের থাকে! রাস্তা ঘাটে মাঝে মধ্যেই অভ্যাসবশত অনেকেই নাকে হাত দিয়ে ফেলেন! এটি অবশ্যই একটি বদ অভ্যাস! সেই সঙ্গে জানেন কী এটা একটা বড় অসুখের ইঙ্গিত! বড় বিপদ ডেকে আনছেন না তো আপনি নিজেই? জানুন photo source collected
advertisement
2/6
বিজ্ঞানীরা বলছেন, নাকে আঙুল দেওয়ার এই অভ্যাসই নাকি কঠিন অসুখ ডেকে আনতে পারে। এমনটিই জানা গেছে এক গবেষণায়। যদিও এ বিষয় নিয়ে আগেও গবেষণা হয়েছে। কী অসুখ হতে পারে?  photo source collected
বিজ্ঞানীরা বলছেন, নাকে আঙুল দেওয়ার এই অভ্যাসই নাকি কঠিন অসুখ ডেকে আনতে পারে। এমনটিই জানা গেছে এক গবেষণায়। যদিও এ বিষয় নিয়ে আগেও গবেষণা হয়েছে। কী অসুখ হতে পারে? photo source collected
advertisement
3/6
এই বিষয় নিয়ে গবেষণার সংখ্যা প্রচুর। এবার নতুন করে আবার সতর্ক করলেন বিজ্ঞানীরা। প্রায় সব গবেষণারই ফলাফল এক! তারা বলছেন এই নাক খোঁটার অভ্যেসের ফলে মস্তিষ্কের বড় অসুখ করতে পারে! ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই নিয়ে একটি গবেষণা করেছেন।  photo source collected
এই বিষয় নিয়ে গবেষণার সংখ্যা প্রচুর। এবার নতুন করে আবার সতর্ক করলেন বিজ্ঞানীরা। প্রায় সব গবেষণারই ফলাফল এক! তারা বলছেন এই নাক খোঁটার অভ্যেসের ফলে মস্তিষ্কের বড় অসুখ করতে পারে! ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই নিয়ে একটি গবেষণা করেছেন। photo source collected
advertisement
4/6
তাতে দেখা গেছে, ডিমেনশিয়া রোগীদের মস্তিষ্কে একটি বিশেষ রকমের প্রোটিন বাসা বাঁধছে। ঘন ঘন নাক খুঁটলে মস্তিষ্কের কঠিন রোগ হতে পারে। আর সেই রোগের নাম ডিমেনশিয়া।  photo source collected
তাতে দেখা গেছে, ডিমেনশিয়া রোগীদের মস্তিষ্কে একটি বিশেষ রকমের প্রোটিন বাসা বাঁধছে। ঘন ঘন নাক খুঁটলে মস্তিষ্কের কঠিন রোগ হতে পারে। আর সেই রোগের নাম ডিমেনশিয়া। photo source collected
advertisement
5/6
এই বিশেষ প্রোটিন শরীরের বাইরে থেকে কোনো না কোনো জিনিসের সংস্পর্শে প্যাথোজেনের মাধ্যমে তা ব্রেনে ঢোকে। আর এবার ব্রেনে ঢোকার সবচেয়ে সহজ পথ হল নাক। নাক দিয়েই সোজা মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে ওই প্যাথোজেন। ঘটাচ্ছে নিউরোইনফ্লেমেশন অর্থাৎ স্নায়ুর প্রদাহ।  photo source collected
এই বিশেষ প্রোটিন শরীরের বাইরে থেকে কোনো না কোনো জিনিসের সংস্পর্শে প্যাথোজেনের মাধ্যমে তা ব্রেনে ঢোকে। আর এবার ব্রেনে ঢোকার সবচেয়ে সহজ পথ হল নাক। নাক দিয়েই সোজা মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে ওই প্যাথোজেন। ঘটাচ্ছে নিউরোইনফ্লেমেশন অর্থাৎ স্নায়ুর প্রদাহ। photo source collected
advertisement
6/6
বেশিরভাগ মানুষই নাক খোঁটান ময়লা পরিষ্কারের জন্য। তবে নাক খোঁটার অভ্যাস যাদের আছে, তারা প্রায়ই ময়লা হাতে তা করেন। নাকে আঙুল দেওয়ার আগে বা পরে হাত ধুয়ে নেন না। আর গবেষণায় দেখা যাচ্ছে এই নাক দিয়েই সংক্রমণ মস্তিষ্কে ছড়াচ্ছে। তাই দ্রুত এই অভ্যসে ছাড়ুন! photo source collected
বেশিরভাগ মানুষই নাক খোঁটান ময়লা পরিষ্কারের জন্য। তবে নাক খোঁটার অভ্যাস যাদের আছে, তারা প্রায়ই ময়লা হাতে তা করেন। নাকে আঙুল দেওয়ার আগে বা পরে হাত ধুয়ে নেন না। আর গবেষণায় দেখা যাচ্ছে এই নাক দিয়েই সংক্রমণ মস্তিষ্কে ছড়াচ্ছে। তাই দ্রুত এই অভ্যসে ছাড়ুন! photo source collected
advertisement
advertisement
advertisement