ঘর বা দোকানে চুরি আটকাতে অপরিহার্য এই ডিভাইস, দামও আহামরি নয়

Last Updated:

Digital Lock: এই লক স্মার্টফোনের সাহায্যে বা ম্যানুয়ালি, দুভাবেই ব্যবহার করা যায়।

#কলকাতা: সারা বিশ্বজুড়ে ইলেকট্রনিক্স দ্রব্যের অভূতপূর্ব উন্নতি ও প্রসারের ফলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। যেমন আগে আমরা ঘরের সুরক্ষার্থে সাধারণ চাবি তালাই ব্যবহার করতাম।
এতে সাময়িক ভাবে চুরির ঘটনা আটকানো গেলেও বিপদ থেকেই যেত। বর্তমানে এমন অনেক ডিজিটাল লক সিস্টেমের তালা রয়েছে যা আগের তুলনায় চুরির ঘটনা অনেকটাই কমিয়ে দিয়েছে।
সম্প্রতি ডিজিলকের আরও একটি নতুন ভার্সন লঞ্চ করা হয়েছে যা স্মার্টফোনের সাহায্যে বা ম্যানুয়ালি দুই ভাবেই ব্যবহার করা যায়। এটি চুরির সময় অ্যালার্মের সাহায্যে মালিককে সতর্ক করে দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন- রোবট করবে ঘরের কাজ, আপনি ঘুরবেন মাল্টিভার্সে, ২০২৩-এ বাজার কাঁপাতে পারে এই গ্যাজেটগুলো!
এই লক সিস্টেমের সবচেয়ে বড় সুবিধে হল এটি চোর ধরতেও সাহায্য করে। এই তালাটিতে ভুল চাবি ঢোকানোর পর পরই সাইরেন বেজে ওঠে, এর সাহায্যে খুব সহজেই আশেপাশে থাকা মানুষরা চোরকে ধরতে পারে।
এই অ্যালার্ম লকটিকে আবার সাধারণ লক হিসাবেও ব্যবহার করা যেতে পারে। এর জন্য আলাদা ভাবে অন্য কোনও ডিভাইসের প্রয়োজন হবে না। এটি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত না করেই এটি স্বাভাবিক ভাবে ব্যবহার করা যেতে পারে। ফলে এতে অ্যালার্ম ব্যবহার না করলে, ভুল চাবি দিয়ে খোলা হলেও এটি থেকে কোনও শব্দ আসে না।
advertisement
সাধারণ তালার মতো এটি বাড়ির ভিতরে যে কোনও বক্সে ইনস্টল করা যেতে পারে। বাড়ির বাইরে বেরোনোর সময় দরজায় শুধুমাত্র অ্যালার্ম সেট করে বেরোতে হবে।
সাধারণত সময় নির্ধারণের পর যে কোনও গ্যাজেটে অ্যালার্ম সেট করার জন্য স্মার্টফোনের প্রয়োজন হয়। এর জন্য ব্লুটুথ কানেকশনের প্রয়োজন হয়।
যাঁরা ইতিমধ্যেই স্মার্ট অ্যালার্ম সাইরেন লক ব্যবহার করেন, তাঁদের আর আলাদা কোনও ডিভাইসের প্রয়োজন হবে না। এটি একদিকে সাধারণভাবে এবং অন্য দিকে অ্যালার্ম সহ ব্যবহার করা যেতে পারে। এমনকী যাঁদের এই বিষয়ে তেমন জ্ঞান নেই, তাঁরাও খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন।
advertisement
এই স্মার্ট অ্যালার্ম সাইরেন লকটির দাম কিন্তু একেবারেই কম। ব্যবহারকারীরা শুধুমাত্র অ্যামাজন অনলাইন থেকে মাত্র ৩৯৯ টাকা দিয়ে এই ধরনের স্মার্ট অ্যালার্ম সাইরেন লক কিনতে পারেন৷
আরও পড়ুন- Geyser Buying Guide: শীতে গিজার কিনবেন? মাথায় রাখুন এই পাঁচটি বিষয়
এটি সাধারণ ভাবে বাজারেও কিনতে পাওয়া যায়। এছাড়াও এখন বাজারে এমন অনেক লকও পাওয়া যায় যাতে ফিঙ্গারপ্রিন্ট সেট করে ব্যবহার করতে হয়। এগুলিকে জিপিএস সিস্টেম দিয়েও চালানো সম্ভব। আবার ব্লুটুথের মাধ্যমে স্মার্ট ফোনের সঙ্গে সংযুক্ত করেও এই ধরনের স্মার্টলকগুলিকে নিয়ন্ত্রণ করা যায়। তবে সাইরেন লকের তুলনায় এগুলির দাম কিছুটা বেশি।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ঘর বা দোকানে চুরি আটকাতে অপরিহার্য এই ডিভাইস, দামও আহামরি নয়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement