Rs 48 Recharge Plan: মাত্র ৪৮ টাকায় ফোন রিচার্জ প্ল্যান BSNL-এর, জেনে নিন বিস্তারিত
Last Updated:
এই প্ল্যানের অধীনে বিনামূল্যে কলিং সুবিধা পাওয়া যায় না। ব্যবহারকারীকে অন-নেট এবং অফ-নেট উভয়ের জন্য প্রতি মিনিটে ২০ পয়সা দিতে হবে।
মুম্বই: যে সব গ্রাহক নিজেদের ফোনের একটি সিম কার্ড সক্রিয় রাখতে বেশি টাকার রিচার্জ করেন, এই খবরটি শুধুমাত্র তাঁদের জন্য। যে সমস্ত গ্রাহকদের খুব বেশি ডেটা ও কলিংয়ের প্রয়োজন নেই এবং তাঁরা নিশ্চিত করতে চান যে, তাঁদের সিম কার্ডটি কম খরচেও ব্লক না হয়, তবে এই কাজটি প্রতি মাসে মাত্র ৪৮ টাকা দিয়ে করা যেতে পারে। ভারত সঞ্চার নিগম লিমিটেড, সংক্ষেপে BSNL থেকে একটি প্ল্যান উপলব্ধ, যা ৩০ দিনের সম্পূর্ণ বৈধতা দেয়। এই প্ল্যানে আরও অনেক সুবিধা পাওয়া যায়।
BSNL-এর এই প্ল্যানের নাম কম্বো ৪৮। ভারত সরকার দ্বারা পরিচালিত এই সংস্থাটি তার গ্রাহকদের অনেক সুবিধাজনক এবং সস্তা প্ল্যান দিয়েছে। ৪৮ টাকার এই প্যাকটি রিচার্জ করলে, গ্রাহকরা মূল অ্যাকাউন্টে ১০ টাকার ব্যালেন্স পাবে। গ্রাহকরা অন্য নম্বরে কল করতে এই ব্যালেন্স ব্যবহার করতে পারেন। দয়া করে মনে রাখতে হবে যে, এই প্ল্যানের অধীনে বিনামূল্যে কলিং সুবিধা পাওয়া যায় না। ব্যবহারকারীকে অন-নেট এবং অফ-নেট উভয়ের জন্য প্রতি মিনিটে ২০ পয়সা দিতে হবে।
advertisement
আরও পড়ুনInstagram Video Status: এবার ২ সেকেন্ডের ভিডিওতেই হবে কামাল! Instagram-এ কীভাবে পোস্ট করবেন, জানুন
এই প্ল্যানটি কোন ধরনের ব্যবহারকারীদের জন্য ভাল –
advertisement
– যাঁরা কম খরচে তাঁদের সিম কার্ড সচল রাখতে চান।
– এই ধরনের ব্যবহারকারী, যাঁদের খুব কম কল করতে হয়।
– যেসব ব্যবহারকারীদের ইনকামিং সবচেয়ে বেশি প্রয়োজন।
advertisement
কম্বো ৪৮-এ যা পাওয়া যায় না –
BSNL-এর কম্বো ৪৮ প্ল্যান অনেক বৈধতা অফার করে। কিন্তু, এতে ইন্টারনেট এবং SMS-এর সুবিধা নেই। এই প্ল্যানের একটি সীমাবদ্ধতা হল কেউ এটি বেছে নিতে পারেন, যদি আগে থেকেই একটি প্রিপেড প্ল্যান থাকে। এর মানে মেয়াদ শেষ হওয়ার আগে গ্রাহকদের এটি রিচার্জ করতে হবে। এই ক্ষেত্রে গ্রাহকরা ৩০ দিনের অতিরিক্ত বৈধতা পাবেন।
advertisement
বিএসএনএল গ্রাহকদের আরও একটি জিনিস মনে রাখা উচিত যে, তাঁদের এই রিচার্জটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা সেলফ-কেয়ার অ্যাপের মাধ্যমে করতে হবে। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন এবং আইফোন ব্যবহারকারীরা এটি আইওএস স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। দয়া করে মনে রাখতে হবে যে, এই প্ল্যানটি সমস্ত জায়গায় উপলব্ধ হবে না৷ এটি রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানার মতো সার্কেলে পাওয়া যায়। তবুও, নিশ্চিতকরণের জন্য নিজেদের পছন্দের জায়গা একবার চেক করা উচিত।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2023 8:29 PM IST