স্মার্টফোনে মিলছে বাম্পার ডিসকাউন্ট, ৪০,০০০ টাকার ফোন পাবেন অর্ধেক মূল্যে
Last Updated:
গ্রাহকরা ৫৩ শতাংশ পর্যন্ত ছাড় পেতে চলেছে বিশেষ কয়েকটি স্মার্টফোন মডেলে ৷ এর মধ্যে রয়েছে BlackBerry Priv, DTEK50, BlackBerry Passport ও BlackBerry Leap.
#নয়াদিল্লি: ব্ল্যাক ফ্রাইডে আসার সময় এসে গিয়েছে ৷ আর রীতি অনুযায়ী, এই সময় সমস্ত টেক ও গ্যাজেটসের উপর থাকে গ্রাহকদের জন্য বেস্ট ও আকর্ষণীয় অফার ৷ ইতিমধ্যেই ব্ল্যাক ফ্রাইডের সেল শুরু করে দিয়েছে ব্ল্যাকবেরি ৷ এই অফার অনুযায়ী, গ্রাহকরা ৫৩ শতাংশ পর্যন্ত ছাড় পেতে চলেছে বিশেষ কয়েকটি স্মার্টফোন মডেলে ৷ এর মধ্যে রয়েছে BlackBerry Priv, DTEK50, BlackBerry Passport ও BlackBerry Leap. ShopBlackBerry website থেকে ডিসকাউন্টে এই স্মার্টফোনগুলি কিনতে পারবেন গ্রাহকরা ৷
চলতি এই সেলের জন্য বেশিরভাগ ব্ল্যাকবেরি স্মার্টফোনে দেওয়া হচ্ছে ছাড় ৷ BlackBerry Leap যার মূল্য ১৩,৭০০ টাকা তা এখন পাওয়া যাবে মাত্র ১১,০০০ টাকায় ৷
BlackBerry DTEK50 মডেলে দেওয়া হচ্ছে ৪,৮০০ টাকার ডিসকাউন্ট ৷ ওয়েবসাইটে এই হ্যান্ডসেটটি পাওয়া যাবে মাত্র ১৫,৮০০ টাকায় ৷ তবে BlackBerry DTEK60 মডেলে কোনও ছাড় দেওয়া হচ্ছে না ৷ এই ফোনটির মূল্য ৩৪,৩০০ টাকা ৷ তবে এর সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে একটি সফটসেল ও র্যাপিড চার্জার ৷
advertisement
advertisement
BlackBerry Passport ফোনটিতে দেওয়া হচ্ছে ১৭,২০০ টাকার ডিসকাউন্ট ৷ BlackBerry Passport-এর সিলভার এডিশন মডেলটি মিলবে মাত্র ২০,৬০০ টাকায় ৷ এর আসল মূল্য ৩৭,৮০০ টাকা ৷
গত বছরই বাজারে এসেছিল BlackBerry Priv ৷ এতেও বেশ আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে ৷ ৪৪,৬০০ টাকার বদলে BlackBerry Priv পাওয়া যাবে মাত্র ২০,৬০০ টাকায় ৷ চলতি বছরের জানুয়ারি মাসে BlackBerry Priv ভারতে লঞ্চ হয়েছিল ৬২,৯৯০ টাকায় ৷
view commentsLocation :
First Published :
November 25, 2016 12:52 PM IST