advertisement

নির্দিষ্ট বয়সের আগে সোশ্যাল মিডিয়ায় আসা নিষিদ্ধ! বিল পাশ ফ্রান্সে, কবে থেকে কার্যকরী হবে?

Last Updated:

Ban Social Media for Under-15 France approves bill: ফ্রান্সে ন্যাশনাল অ্যাসেম্বলি ১৫ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিল অনুমোদন করেছে। এমানুয়েল ম্যাক্রোঁ এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে প্রশংসা করেছেন।

১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে বিল পাশ ফ্রান্সে, সেপ্টেম্বর থেকেই কার্যকরের লক্ষ্যে ম্যাক্রোঁ 
১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে বিল পাশ ফ্রান্সে, সেপ্টেম্বর থেকেই কার্যকরের লক্ষ্যে ম্যাক্রোঁ 
ফ্রান্সে নাবালকদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ নিল সরকার। সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিল অনুমোদিত হয়েছে। অনলাইন বুলিং, স্ক্রিন আসক্তি এবং মানসিক স্বাস্থ্যের ঝুঁকি কমাতেই এই আইন আনার উদ্যোগ বলে জানানো হয়েছে। বিলের পক্ষে ভোট পড়েছে ১১৬টি, বিপক্ষে ২৩টি। এবার বিলটি যাবে সিনেটে, সেখানে অনুমোদনের পর ফের নিম্নকক্ষে চূড়ান্ত ভোট হবে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এটি একটি “গুরুত্বপূর্ণ পদক্ষেপ”। তিনি চান, দ্রুত আইন পাশ হয়ে আগামী শিক্ষাবর্ষের শুরু অর্থাৎ সেপ্টেম্বর থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হোক। সেই কারণেই সরকারকে দ্রুততর আইন প্রণয়ন প্রক্রিয়া চালু করার নির্দেশ দিয়েছেন তিনি।
advertisement
advertisement
ম্যাক্রোঁ বলেন, “১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পক্ষে বিজ্ঞানীরা কথা বলছেন এবং ফরাসি নাগরিকদেরও এটাই স্পষ্ট দাবি। আমাদের শিশুদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়, তাদের স্বপ্ন অ্যালগরিদমের হাতে ছেড়ে দেওয়া যায় না।” তাঁর বক্তব্য, উদ্বিগ্ন প্রজন্ম নয়, ফ্রান্স, প্রজাতন্ত্র এবং তার মূল্যবোধে বিশ্বাসী একটি প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এই আইন কার্যকর হলে ইউরোপে প্রথম দেশ হিসেবে ফ্রান্স এই ধরনের নিষেধাজ্ঞা চালু করবে।
advertisement
সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রস্তাবিত আইনে শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়, অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যেকার ‘সোশ্যাল নেটওয়ার্কিং ফিচার’-ও ১৫ বছরের কম বয়সিদের জন্য নিষিদ্ধ করা হবে। পাশাপাশি বয়স যাচাইয়ের জন্য ইউরোপীয় ইউনিয়নের আইন মেনে কড়া ভেরিফিকেশন ব্যবস্থা চালু করতে হবে প্ল্যাটফর্মগুলিকে।
এই কঠোর অবস্থানের পিছনে রয়েছে নাবালকদের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে বাড়তে থাকা উদ্বেগ। ম্যাক্রোঁ আগেও বারবার অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সঙ্গে কিশোর-কিশোরীদের মধ্যে হিংসা ও উদ্বেগ বৃদ্ধির যোগসূত্রের কথা বলেছেন। তিনি অস্ট্রেলিয়ার উদাহরণও তুলে ধরেন, যেখানে গত ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হয়েছে।
advertisement
যদিও এই আইন কার্যকর করা কতটা সহজ হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। অস্ট্রেলিয়ায় এই ধরনের নিষেধাজ্ঞা চালু হলেও অনেক ক্ষেত্রেই নাবালকেরা নিয়ম এড়িয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে প্রশাসন। ফ্রান্সেও বয়স যাচাই ও প্রয়োগ নিয়ে চ্যালেঞ্জ থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবু সরকারের বক্তব্য, শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষার জন্য এই আইন প্রয়োজনীয় এবং সময়োপযোগী।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
নির্দিষ্ট বয়সের আগে সোশ্যাল মিডিয়ায় আসা নিষিদ্ধ! বিল পাশ ফ্রান্সে, কবে থেকে কার্যকরী হবে?
Next Article
advertisement
Budget 2026 Expectations: বাজেট ২০২৬ থেকে সবার যা প্রত্যাশা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কি অর্থমন্ত্রী দেশের ইচ্ছে পূরণ করবেন?
বাজেট ২০২৬ থেকে সবার যা প্রত্যাশা, অর্থমন্ত্রী কি দেশের ইচ্ছে পূরণ করবেন?
  • সরকারের ঋণের পূর্বাভাস কেমন?

  • ক্ষুদ্র ব্যবসায়ীরা জিএসটি ছাড় চান

  • মহাকাশ খাতের দাবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement