রুপোর দাম চিনে কেন এত চড়া? কেজিতে প্রায় ৪৫ হাজার টাকা বেশি! তফাৎ কোথায় জানেন?
- Published by:Tias Banerjee
Last Updated:
বিশ্ববাজারে রুপোর দাম ঊর্ধ্বমুখী, চিনে প্রতি আউন্সে ১২৫ ডলার। চাহিদা ও চিন সরকারের রফতানি নীতির কারণে দাম বেড়েছে। সোনা ও রুপো এখন লাভজনক বিনিয়োগ।
বিশ্ববাজারে সোনা–রুপোর দামে ঊর্ধ্বগতি থাকলেও সাম্প্রতিক সময়ে রুপোর দাম কার্যত চমকে দিয়েছে বিনিয়োগকারীদের। বিশেষ করে চিনে রুপোর দাম বিশ্ববাজারের তুলনায় অনেকটাই বেশি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে যেখানে রুপো প্রতি আউন্সে প্রায় ১০৯ ডলারে লেনদেন হচ্ছে, সেখানে চিনে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২৫ ডলার। অর্থাৎ বিশ্বদরের তুলনায় চিনে প্রতি কেজি রুপো প্রায় ৪৫ হাজার টাকা বেশি দামে বিকোচ্ছে।
advertisement
বিশ্লেষকদের মতে, এই বিপুল মূল্যবৃদ্ধির প্রধান কারণ চাহিদা। বিশ্বের মোট রুপোর জোগানের ৬৫ শতাংশেরও বেশি ব্যবহার করে চিন। সেখানে রুপোর ব্যবহার শুধু গয়নায় সীমাবদ্ধ নয়, স্পট ও ফিউচার্স মার্কেটেও রুপোর বড়সড় লেনদেন হয়। বিশ্বজুড়ে রুপোর জোগান ক্রমশ কমে আসায় চিনের বিনিয়োগকারীরা রুপোকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছেন এবং বড় অঙ্কে কিনছেন।
advertisement
advertisement
advertisement
advertisement







