advertisement

রুপোর দাম চিনে কেন এত চড়া? কেজিতে প্রায় ৪৫ হাজার টাকা বেশি! তফাৎ কোথায় জানেন?

Last Updated:
বিশ্ববাজারে রুপোর দাম ঊর্ধ্বমুখী, চিনে প্রতি আউন্সে ১২৫ ডলার। চাহিদা ও চিন সরকারের রফতানি নীতির কারণে দাম বেড়েছে। সোনা ও রুপো এখন লাভজনক বিনিয়োগ।
1/6
বিশ্ববাজারে সোনা–রুপোর দামে ঊর্ধ্বগতি থাকলেও সাম্প্রতিক সময়ে রুপোর দাম কার্যত চমকে দিয়েছে বিনিয়োগকারীদের। বিশেষ করে চিনে রুপোর দাম বিশ্ববাজারের তুলনায় অনেকটাই বেশি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে যেখানে রুপো প্রতি আউন্সে প্রায় ১০৯ ডলারে লেনদেন হচ্ছে, সেখানে চিনে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২৫ ডলার। অর্থাৎ বিশ্বদরের তুলনায় চিনে প্রতি কেজি রুপো প্রায় ৪৫ হাজার টাকা বেশি দামে বিকোচ্ছে।
বিশ্ববাজারে সোনা–রুপোর দামে ঊর্ধ্বগতি থাকলেও সাম্প্রতিক সময়ে রুপোর দাম কার্যত চমকে দিয়েছে বিনিয়োগকারীদের। বিশেষ করে চিনে রুপোর দাম বিশ্ববাজারের তুলনায় অনেকটাই বেশি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে যেখানে রুপো প্রতি আউন্সে প্রায় ১০৯ ডলারে লেনদেন হচ্ছে, সেখানে চিনে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২৫ ডলার। অর্থাৎ বিশ্বদরের তুলনায় চিনে প্রতি কেজি রুপো প্রায় ৪৫ হাজার টাকা বেশি দামে বিকোচ্ছে।
advertisement
2/6
বিশ্লেষকদের মতে, এই বিপুল মূল্যবৃদ্ধির প্রধান কারণ চাহিদা। বিশ্বের মোট রুপোর জোগানের ৬৫ শতাংশেরও বেশি ব্যবহার করে চিন। সেখানে রুপোর ব্যবহার শুধু গয়নায় সীমাবদ্ধ নয়, স্পট ও ফিউচার্স মার্কেটেও রুপোর বড়সড় লেনদেন হয়। বিশ্বজুড়ে রুপোর জোগান ক্রমশ কমে আসায় চিনের বিনিয়োগকারীরা রুপোকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছেন এবং বড় অঙ্কে কিনছেন।
বিশ্লেষকদের মতে, এই বিপুল মূল্যবৃদ্ধির প্রধান কারণ চাহিদা। বিশ্বের মোট রুপোর জোগানের ৬৫ শতাংশেরও বেশি ব্যবহার করে চিন। সেখানে রুপোর ব্যবহার শুধু গয়নায় সীমাবদ্ধ নয়, স্পট ও ফিউচার্স মার্কেটেও রুপোর বড়সড় লেনদেন হয়। বিশ্বজুড়ে রুপোর জোগান ক্রমশ কমে আসায় চিনের বিনিয়োগকারীরা রুপোকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছেন এবং বড় অঙ্কে কিনছেন।
advertisement
3/6
 এর পাশাপাশি চিন সরকারের নতুন রুপো রফতানি নীতিও দামের উপর বড় প্রভাব ফেলেছে। চলতি বছরের জানুয়ারি থেকেই কেবলমাত্র সরকারি লাইসেন্সপ্রাপ্ত সংস্থাগুলিকেই রুপো রফতানির অনুমতি দেওয়া হচ্ছে। এই বিধিনিষেধের ফলে অভ্যন্তরীণ বাজারে জোগান আরও সঙ্কুচিত হয়েছে এবং তার জেরেই দাম আরও চড়েছে।
এর পাশাপাশি চিন সরকারের নতুন রুপো রফতানি নীতিও দামের উপর বড় প্রভাব ফেলেছে। চলতি বছরের জানুয়ারি থেকেই কেবলমাত্র সরকারি লাইসেন্সপ্রাপ্ত সংস্থাগুলিকেই রুপো রফতানির অনুমতি দেওয়া হচ্ছে। এই বিধিনিষেধের ফলে অভ্যন্তরীণ বাজারে জোগান আরও সঙ্কুচিত হয়েছে এবং তার জেরেই দাম আরও চড়েছে।
advertisement
4/6
 আন্তর্জাতিক বাজারেও রুপোর পারফরম্যান্স চোখে পড়ার মতো। কমেক্সে একদিনেই প্রায় ৮ শতাংশ লাফ দিয়ে রুপোর দাম পৌঁছেছে ১০৯ ডলার প্রতি আউন্সে। পরিসংখ্যান বলছে, এক মাসে রুপোর দাম বেড়েছে প্রায় ৪২ শতাংশ, তিন মাসে ১২৭ শতাংশ, ছ’মাসে ১৮২ শতাংশ এবং এক বছরে ২৫০ শতাংশেরও বেশি।
আন্তর্জাতিক বাজারেও রুপোর পারফরম্যান্স চোখে পড়ার মতো। কমেক্সে একদিনেই প্রায় ৮ শতাংশ লাফ দিয়ে রুপোর দাম পৌঁছেছে ১০৯ ডলার প্রতি আউন্সে। পরিসংখ্যান বলছে, এক মাসে রুপোর দাম বেড়েছে প্রায় ৪২ শতাংশ, তিন মাসে ১২৭ শতাংশ, ছ’মাসে ১৮২ শতাংশ এবং এক বছরে ২৫০ শতাংশেরও বেশি।
advertisement
5/6
রুপোর পাশাপাশি সোনার দামও ঊর্ধ্বমুখী। কমেক্সে সোনা বর্তমানে প্রতি আউন্সে প্রায় ৫,১২৫ ডলারে লেনদেন করছে। এক মাসে সোনার দাম বেড়েছে ১৩ শতাংশ, তিন মাসে ২৩ শতাংশ, ছ’মাসে ৪৯ শতাংশ এবং এক বছরে প্রায় ৮৪.৫২ শতাংশ।
রুপোর পাশাপাশি সোনার দামও ঊর্ধ্বমুখী। কমেক্সে সোনা বর্তমানে প্রতি আউন্সে প্রায় ৫,১২৫ ডলারে লেনদেন করছে। এক মাসে সোনার দাম বেড়েছে ১৩ শতাংশ, তিন মাসে ২৩ শতাংশ, ছ’মাসে ৪৯ শতাংশ এবং এক বছরে প্রায় ৮৪.৫২ শতাংশ।
advertisement
6/6
চাহিদা বৃদ্ধি এবং জোগান সঙ্কটের জেরে সোনা ও রুপো—দুটিই এখন লাভজনক বিনিয়োগ হিসেবে উঠে আসছে বলে মত বাজার বিশেষজ্ঞদের।
চাহিদা বৃদ্ধি এবং জোগান সঙ্কটের জেরে সোনা ও রুপো—দুটিই এখন লাভজনক বিনিয়োগ হিসেবে উঠে আসছে বলে মত বাজার বিশেষজ্ঞদের।
advertisement
advertisement
advertisement