একটা স্কুটিতে গোটা পরিবার! ২০২৪-এ আসছে ফ্যামিলি স্কুটার! বড় ঘোষণা
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
নতুন বছরেই দুটি নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার আনছে Ather Energy।
কলকাতা: নতুন বছরেই দুটি নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার আনছে Ather Energy। এই খবর জানিয়েছেন কোম্পানির সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা তরুণ মেহতা।
এর মধ্যে একটি পারিবারিক মডেলের। এর দাম কম। শহুরে এলাকায় যাতায়াতের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। অন্যটি ৪৫০ সিরিজের আপডেট। এতে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।
দুটি নতুন মডেলের স্কুটার লঞ্চের কথা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন তরুণ মেহতা। তিনি লিখেছেন, ‘Ather ৪৫০-এর এক দশক কেটে গিয়েছে। এখন নতুন কিছু আনার সময়। Ather Energy ব্র্যান্ডকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। তাঁরা চান, পরিবার ভিত্তিক স্কুটার। সেই কারণেই ২০২৪ সালে ফ্যামিলি স্কুটার লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছি আমরা’।
advertisement
advertisement
বর্তমানে Ather Energy-র ৪৫০এস এবং ৪৫০এক্স মডেলের স্কুটার রয়েছে। এই দুটি মডেলকে মিশিয়ে ফ্যামিলি স্কুটার বানাতে চায় তারা। এতে থাকবে বড় সিট। বড় ফ্লোরবোর্ড। বুট স্পেসও বাড়ানো হবে বলে জানা যাচ্ছে। এর দাম ৪৫০ রেঞ্জের নিচে থাকবে বলে আশা করা হচ্ছে, যা ১.৩০ লাখ টাকা থেকে শুরু।
আরও পড়ুন- এই গাড়িগুলোতে মিলছে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ছাড়, এখনই না কিনলে আফসোস করতে হবে
ফ্যামিলি স্কুটার সম্পর্কে তরুণ মেহতা বলেন, ‘আপনার পুরো পরিবারের কথা মাথায় রেখে আমরা এই স্কুটারের ডিজাইন করছি। যথেষ্ট আরামদায়ক তো হবেই, আকারেও বড় হবে। বেশ কিছু নতুন ফিচারও থাকছে। সব মিলিয়ে একটা দুর্দান্ত প্যাকেজ। যা অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে। পাশাপাশি দাম যাতে সাধ্যের মধ্যে থাকে সেদিকটাও খেয়াল রাখা হচ্ছে’।
advertisement
৪৫০ সিরিজের স্কুটারের আপডেটেড ভার্সন আসছে। মূলত আরও ভাল ইঞ্জিনের দিকে নজর দেওয়া হচ্ছে। সর্বোচ্চ গতিও বাড়তে পারে যা ১০০কেপিএইচ পর্যন্ত পৌঁছতে পারে। ডিজাইনেও কিছু বিশেষত্ব থাকবে। এই স্কুটারের প্রিমিয়াম মূল্য ট্যাগ রয়েছে তবে মেহতা আশ্বাস দিয়েছেন, দাম সাধ্যের মধ্যেই থাকবে।
আরও পড়ুন- WhatsApp-এ এবার এআই হাইড করার শর্টকাট, দেখে নিন কী করতে হবে
মেহতার কথায়, ‘এর অনন্য ফিচার দেখে যে কোনও গ্রাহক মুগ্ধ হয়ে যাবেন। এর রাইডিং অভিজ্ঞতা মনে রয়ে যাবে আজীবন। ২০২৪ সালের প্রথম দিকেই এই স্কুটার বাজারে আসবে। প্রিমিয়াম ট্যাগ থাকলেও দাম খুব বেশি হবে না’।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 03, 2023 6:44 PM IST