২.১ ইঞ্চির ডিসপ্লে! আর কী ফিচার নিয়ে আসছে Apple Watch Ultra? জেনে নিন

Last Updated:

২.১ ইঞ্চি ডিসপ্লে যুক্ত Apple Watch Ultra লঞ্চ করা হতে চলেছে আগামী ২০২৪ সালে।

নয়াদিল্লি: পুরো বিশ্বেই রয়েছে Apple-এর iPhone-এর তুমুল জনপ্রিয়তা। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বেড়ে চলেছে সেই জনপ্রিয়তা। সেই কারণে Apple তাদের iPhone-এর লেটেস্ট মডেল ভারতে লঞ্চ করতে খুব বেশি দেরি করে না। Apple তাদের জনপ্রিয় আইফোন ছাড়াও বিভিন্ন ধরনের গ্যাজেট লঞ্চ করে চলেছে।
বাজারে সেই সকল গ্যাজেটের জনপ্রিয়তাও থাকলেও, সবথেকে বেশি উৎসাহ রয়েছে Apple Watch নিয়ে। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন দামের স্মার্টওয়াচ রয়েছে।
আরও পড়ুন- একবার রিচার্জ করলে গোটা বছর আর চিন্তা নেই! JIO-র এই প্ল্যানে বিপুল লাভ
স্মার্টওয়াচের এই জনপ্রিয়তা দেখে Apple-ও তাদের স্মার্টওয়াচ লঞ্চ করেছে। এখন জানা গিয়েছে যে, Apple একটি ২.১ ইঞ্চি ডিসপ্লে যুক্ত স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে। ২.১ ইঞ্চি ডিসপ্লে যুক্ত Apple Watch Ultra লঞ্চ করা হতে চলেছে আগামী ২০২৪ সালে। এক নজরে দেখে নেওয়া যাক Apple-এর এই ওয়াচের সমস্ত খুঁটিনাটি।
advertisement
advertisement
খবর অনুযায়ী Apple আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে বৃহত্তর ২.১ ইঞ্চি ডিসপ্লে সহ নতুন এই Apple Watch Ultra লঞ্চ করতে পারে। ইতিমধ্যেই সংবাদমাধ্যমে এই বিষয় সম্পর্কে জানানো হয়েছে। হাইটং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ বিশ্লেষক জেফ পু গত মাসে এই খবর শেয়ার করেছিলেন।
ম্যাকরুমার্স এর রিপোর্ট অনুযায়ীও আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে লঞ্চ করা হতে চলেছে ২.১ ইঞ্চি ডিসপ্লে সহ Apple Watch Ultra। কিন্তু সেটি লঞ্চের সঠিক তারিখ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
advertisement
বর্তমানে Apple Watch Ultra ১.৯৩ ইঞ্চির ডিসপ্লে যুক্ত। ২০২৪ সালের মডেলে প্রায় ১০ শতাংশ বড় ডিসপ্লে থাকতে পারে। নতুন ডিসপ্লে ৫০ মিমি কেস আকারের সঙ্গে প্রথম Apple Watch হবে বলে আশা করা হচ্ছে।
নতুন Apple Watch Ultra-এ মাইক্রোএলইডি ডিসপ্লে প্রযুক্তির বৈশিষ্ট্যও রয়েছে, যা OLED ডিসপ্লে সহ বর্তমান মডেলগুলির তুলনায় উচ্চতর উজ্জ্বলতার পাশাপাশি কম পাওয়ার খরচের দিকে লক্ষ্য রাখবে।
advertisement
আরও পড়ুন- ৩৬ লাখ ভারতীয়ের হোয়াটসঅ্যাপ বন্ধ! এই ভুলগুলি আপনি করেননি তো
বর্তমানে মাইক্রোএলইডি ডিসপ্লে উৎপাদন খরচ বেশি হওয়ায় Apple Watch Ultra বাজারে আসতে বেশি সময় লাগতে পারে। বিগত মাসে, পুও জানিয়েছিলেন যে, তিনি আশা করেন "উল্লেখযোগ্য ফিচার আপগ্রেডের অভাবের কারণে, ২০২৩ সালে Apple Watch-এর বিক্রি কমে যাবে।" এখন ২০২৪ সালে Apple Watch Ultra-তে কী কী ফিচার থাকে, সেটাই দেখার বিষয়।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
২.১ ইঞ্চির ডিসপ্লে! আর কী ফিচার নিয়ে আসছে Apple Watch Ultra? জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement