মাত্র ৩৬৯৪৯ টাকায় Apple iPhone 15! অবিশ্বাস্য হলেও সত্যি! দেরি করলে কিন্তু হাতছাড়া হতে পারে আকর্ষণীয় এই ডিল
- Published by:Ankita Tripathi
- trending-desk
Last Updated:
আসলে Flipkart-এ চলছে Mobiles Bonanza sale। যা শেষ হতে চলেছে আগামী ২১ নভেম্বর ২০২৪ তারিখে। সেখানেই আকর্ষণীয় ছাড়ে মিলবে Apple iPhone 15।
গত বছর অর্থাৎ ২০২৩ সালে বাজারে এসেছিল Apple iPhone 15। বর্তমানে আকর্ষণীয় ডিসকাউন্ট বা ছাড়ে পাওয়া যাচ্ছে এই ফোন। কিন্তু কোথায়? আসলে Flipkart-এ চলছে Mobiles Bonanza sale। যা শেষ হতে চলেছে আগামী ২১ নভেম্বর ২০২৪ তারিখে। সেখানেই আকর্ষণীয় ছাড়ে মিলবে Apple iPhone 15। প্রথমে Apple iPhone 15 (ব্ল্যাক ১২৮ জিবি)-এর দাম ছিল ৬৯৯০০ টাকা। এখন ১৭ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্টের পর গ্রাহকরা এই ফোন পেয়ে যাবেন মাত্র ৫৭৪৯৯ টাকায়।
এখানেই শেষ নয়, এক্সচেঞ্জ অফারও দিচ্ছে Flipkart। যেখানে গ্রাহকরা নিজেদের পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করে ২০৫৫০ টাকার অতিরিক্ত ছাড় পেয়ে যেতে পারবেন। যার ফলে Apple iPhone 15 পাওয়া যাবে মাত্র ৩৬৯৪৯ টাকায়। ফলে সাশ্রয়ী মূল্যে Apple-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন পেয়ে যাবেন গ্রাহকরা।
advertisement
advertisement
Apple iPhone 15 ফ্লিপকার্ট এক্সচেঞ্জ অফার:
সংশ্লিষ্ট ই-কমার্স জায়ান্ট তো ১৭ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছেই, সেই সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ অফারও। গ্রাহকরা পুরনো iPhone 14 Plus এক্সচেঞ্জ করলে ২০৫৫০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। তবে মাথায় রাখা আবশ্যক যে, এক্সচেঞ্জের জন্য দেওয়া iPhone 14 Plus-এর অবস্থা যেন ভাল থাকে। আকর্ষণীয় এই এক্সচেঞ্জ অফারের জেরে তাৎপর্যপূর্ণ ভাবে কমবে Apple iPhone 15-এর দাম। ফলে সমস্ত রকম ডিসকাউন্ট মিলিয়ে আকর্ষণীয় ৩৬৯৪৯ টাকায় ফোনটি পেয়ে যাবেন গ্রাহকরা।
advertisement
Apple iPhone 15-এর স্পেসিফিকেশন:
Apple iPhone 15-এ থাকতে চলেছে ডায়নামিক আইল্যান্ড টেকনোলজি। এর সঙ্গে রয়েছে দুর্দান্ত ২০০০ নিটস পিক ব্রাইটনেস-সহ ৬.১ ইঞ্চির একটি ডিসপ্লে। আগের থেকে আরও ভাল এবং উন্নত ভিস্যুয়াল এক্সপেরিয়েন্স দিতে বদ্ধপরিকর Apple iPhone 15। এখানেই শেষ নয়, এর ক্যামেরা সিস্টেম উন্নত করা হয়েছে। যার জেরে মিলবে একটি শক্তিশালী ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। যার মধ্যে থাকবে লাইটনিং-ফাস্ট অটোফোকাসের জন্য একটি কোয়াড-পিক্সেল সেন্সর এবং ১০০ শতাংশ ফোকাস পিক্সেল।
advertisement
এখানেই শেষ নয়, ২৪ মেগাপিক্সেল সুপার হাই-রেজোলিউশনের ডিফল্ট সেটিংয়ের কারণে ব্যবহারকারীরা পেয়ে যাবেন দারুণ ঝকঝকে ছবি। সেই সঙ্গে এটি ফাইল সাইজও নিয়ন্ত্রণ করবে। এছাড়া রয়েছে একটি 2x টেলিফটো লেন্সও। ফলে একাধিক জ্যুম লেভেল 0.5x, 1x এবং 2x-এর সুবিধা পাওয়া যাবে। আর এই ফোনে রয়েছে Smart HDR system এবং অটোমেটেড Portrait ফটো ক্যাপচারও।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2024 9:01 PM IST