Android Phone: অ্যান্ড্রয়েডের Nearby Share আসলে কী? আর কীভাবেই বা এই ফিচার কাজ করবে? জেনে নিন বিশদে

Last Updated:

Android Phone: আসলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বরাবরই AirDrop-এর মতো ফিচার পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন। এবার তাঁদের সেই ইচ্ছাও পূরণ হল।

অ্যান্ড্রয়েডের Nearby Share আসলে কী?
অ্যান্ড্রয়েডের Nearby Share আসলে কী?
কলকাতাঃ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অপেক্ষার অবসান। এবার অ্যান্ড্রয়েডের জন্য Nearby Share শেয়ার ফিচার তৈরি করেছে Google। এই ফিচারটি একদম Apple-এর AirDrop-এর মতো। আসলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বরাবরই AirDrop-এর মতো ফিচার পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন। এবার তাঁদের সেই ইচ্ছাও পূরণ হল। গত সপ্তাহে বিটা-য় এই ফিচার রোল আউট করতে শুরু করেছে Google।
Nearby Share-এর মাধ্যমে অতি সহজেই দুটি অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে ফাইল পাঠানো যাবে। ব্যবহারকারীর কাছাকাছি থাকলে অনায়াসে তাঁকে ফাইল পাঠানো যাবে। অর্থাৎ মাথায় রাখতে হবে যে, যখন দুজন ব্যবহারকারী কাছাকাছি থাকবেন, তখনই ফাইল আদানপ্রদান করা সম্ভব।
advertisement
advertisement
কীভাবে কাজ করে Nearby Share?
Apple-এর AirDrop-এর মতো পিয়ার-টু-পিয়ার ওয়াই-ফাই তৈরি করার জন্য Nearby Share-ও একটি ব্লুটুথ কানেকশন ব্যবহার করে। যার অর্থ হল, Nearby Share ব্যবহার করার জন্য ওয়াই-ফাই কিংবা ডেটা প্যাকে কানেক্টেড না থাকলেও চলবে। অর্থাৎ ওয়াই-ফাই এবং ব্লুটুথ অন করতে হবে না। ফলে বোঝাই যাচ্ছে যে, এর সবথেকে বড় উপযোগিতা হল, সম্পূর্ণ ভাবে অফলাইন থাকলেও Nearby Share কাজ করবে।
advertisement
কোন কোন ফোনে ব্যবহার করা যাবে এই ফিচার?
অ্যান্ড্রয়েড ৬.০ অথবা তার উপরের ভার্সনগুলি এই ফিচার সাপোর্ট করবে। কিন্তু Google জানিয়েছে, এই মুহূর্তে ফিচারটি পরীক্ষানিরীক্ষার পর্যায়ে রয়েছে। Google Pixel এবং Samsung ফোন Nearby Share সাপোর্ট করবে। অনেকেই এই ফিচার ব্যবহার করার জন্য ফোনে Google Play Services beta ইনস্টল করছেন। আপডেট এলেই কয়েক সেকেন্ডের মধ্যে তা ইনস্টল করতে সক্ষম হবেন।
advertisement
Nearby Share কীভাবে ব্যবহার করা যাবে?
Nearby Share ফিচার ব্যবহার করার জন্য প্রথমে ফোনের Settings-এ যেতে হবে। এরপর স্ক্রোল করে যেতে হবে Google-এ। এবার Device connections-এ ট্যাপ করতে হবে। এরপরেই দেখা যাবে Nearby Share। যখন কাছাকাছি থাকা কাউকে ভিডিও অথবা ছবি করার থাকবে, তখন ফাইল ওপেন করে Share আইকনে ট্যাপ করতে হবে। মনে রাখা আবশ্যক যে, কন্ট্যাক্ট লিস্টে থাকা মানুষদের ক্ষেত্রেই Nearby Share ফিচার ব্যবহার করা যাবে। ফলে বোঝাই যাচ্ছে যে, Nearby Share কিন্তু AirDrop ফিচারের মতো অতটাও সহজ হবে না।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Android Phone: অ্যান্ড্রয়েডের Nearby Share আসলে কী? আর কীভাবেই বা এই ফিচার কাজ করবে? জেনে নিন বিশদে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement