চলছে Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল, AC, Refrigerator-এর উপর ১৫% এর বেশি ছাড়
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এ ছাড়াও অন্য বিভিন্ন ধরনের অফার রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই অফার।
চলছে Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। এই সেল চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সেলে এয়ার কন্ডিশনার এবং ফ্রিজের উপরে পাওয়া যাচ্ছে প্রায় ১৫ শতাংশ ছাড়। এ ছাড়াও অন্য বিভিন্ন ধরনের অফার রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই অফার।
LG ১.৫ টন ৫ স্টার এআই ডুয়াল ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশনার -
Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই এয়ার কন্ডিশনার পাওয়া যাচ্ছে মাত্র ৪১,৯৯৯ টাকায়। এই এয়ার কন্ডিশনারে ব্যবহার করা হয়েছে ডুয়াল ইনভার্টার প্রযুক্তি। এতে রয়েছে ৬ ইন ১ কুলিং মোড, এইচডি ফিল্টার এবং অ্যান্টি ভাইরাস প্রোটেকশন।
advertisement
Panasonic ১.৫ টন ৫ স্টার এয়ার কন্ডিশনার -
advertisement
Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই এয়ার কন্ডিশনার পাওয়া যাচ্ছে ৪০,৯০০ টাকায়। এই এসি-তে Amazon দিচ্ছে ১৮,৪০১ টাকার ছাড়। এই এয়ার কন্ডিশনারে রয়েছে ওয়াই-ফাই টুইন কুল ইনভার্টার এবং অ্যান্টি করিসন টেকনোলজি।
আরও পড়ুন - ল্যাপটপ ON থাকা অবস্থাতে হাতে নিয়ে ঘোরাঘুরি করেন? হতে পারে মারাত্মক ক্ষতি
Lloyd ১.৫ টন ইনভার্টার এয়ার কন্ডিশনার -
advertisement
Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই এয়ার কন্ডিশনার পাওয়া যাচ্ছে ৩৬,৯৯৯ টাকায়। এতেও বড় ছাড় দিচ্ছে Amazon। এই এয়ার কন্ডিশনারে পাওয়া যাচ্ছে ২৪,০০০ টাকা ছাড়ে। এই এয়ার কন্ডিশনারে রয়েছে টার্বো কুল মোড এবং লো গ্যাস ডিটেকশন ফিচার।
Voltas স্প্লিট এয়ার কন্ডিশনার -
Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই এয়ার কন্ডিশনার পাওয়া যাচ্ছে ৩৬,৪৯০ টাকায়। Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই এয়ার কন্ডিশনারে পাওয়া যাচ্ছে ৩৭,৫০০ টাকার ছাড়। এই এয়ার কন্ডিশনারে রয়েছে ৫ স্টার এনার্জি রেটিং।
advertisement
Whirlpool ১.৫ টন এয়ার কন্ডিশনার -
Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই এয়ার কন্ডিশনার পাওয়া যাচ্ছে ৩৫,৯৯০ টাকায়। Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই এয়ার কন্ডিশনারে পাওয়া যাচ্ছে ৩৮,৭১০ টাকার ছাড়। এই এয়ার কন্ডিশনারে রয়েছে ৪ ইন ১ কুলিং মোড।
LG ১৯০ এল ৪ স্টার সিঙ্গেল ডোর ফ্রিজ -
advertisement
Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফ্রিজ পাওয়া যাচ্ছে ১৫,৯৯০ টাকায়। Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফ্রিজে পাওয়া যাচ্ছে ৭,৯০৯ টাকার ছাড়। এই ফ্রিজে রয়েছে ডিরেক্ট কুল টেকনোলজি এবং একটি ১২.৬ লিটারের আইস চেম্বার।
Samsung ২৫৩এল ৩ স্টার ইনভার্টার ডাবল ডোর ফ্রিজ -
Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফ্রিজ পাওয়া যাচ্ছে ২৪,৯০০ টাকায়। Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফ্রিজে পাওয়া যাচ্ছে ৭,০০০ টাকার ছাড়। এই ফ্রিজে রয়েছে ৩ স্টার এনার্জি রেটিং।
advertisement
আরও পড়ুন - ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার দিন শেষ, পুরনো মেসেজ চোখের নিমেষে খুঁজে দেবে WhatsApp-এর নয়া ফিচার
Amazon বেসিকস ৬৭০এল ফ্রিজ -
Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফ্রিজ পাওয়া যাচ্ছে ৭৭,৯৯৯ টাকায়। Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফ্রিজে পাওয়া যাচ্ছে ২২,০০০ টাকার ছাড়। এই ফ্রিজে রয়েছে ৫ টেম্পারেচার কন্ট্রোল।
advertisement
LG ২৬০এল ৩ স্টার স্মার্ট ইনভার্টার ফ্রিজ -
Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফ্রিজ পাওয়া যাচ্ছে ২৩,৪৯০ টাকায়। Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফ্রিজে পাওয়া যাচ্ছে ১৬,৯০৯ টাকার ছাড়। এই ফ্রিজে রয়েছে কুলিং প্লাস টেকনোলজি।
Whirlpool ২০০এল ৪ স্টার ইনভার্টার ডিরেক্ট কুল সিঙ্গেল ডোর ফ্রিজ -
Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফ্রিজ পাওয়া যাচ্ছে ১৬৯৯০ টাকায়। Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফ্রিজে পাওয়া যাচ্ছে ৩,১৬০ টাকার ছাড়। এই ফ্রিজে রয়েছে ডিরেক্ট কুল টেকনোলজি।
Location :
First Published :
September 26, 2022 12:51 PM IST