Sale: টিভি থেকে ওয়াশিং মেশিন, সব পাবেন কম দামে! Amazon এবং Flipkart-এ জমিয়ে কেনাকাটা করুন, বড় সুযোগ

Last Updated:

Amazon-এর Great Republic Day Sale শুরু হয়েছে ১৩ জানুয়ারি থেকে। Prime সদস্যরা সুবিধা পেয়েছেন মধ্যরাত থেকে, সেখানে সাধারণ গ্রাহকরা ছাড় পাচ্ছেন ১৩ জানুয়ারি দুপুর ১২টার পর থেকে।


টিভি থেকে ওয়াশিং মেশিন, সব পাবেন কম দামে! Amazon এবং Flipkart-এ জমিয়ে কেনাকাটা করুন, বড় সুযোগ
টিভি থেকে ওয়াশিং মেশিন, সব পাবেন কম দামে! Amazon এবং Flipkart-এ জমিয়ে কেনাকাটা করুন, বড় সুযোগ
ই-কমার্স জায়ান্ট Amazon এবং Flipkart ঘোষণা করে ফেলেছে Republic Day Sale। স্মার্টফোন হোক বা ইলেকট্রনিকস, যন্ত্রপাতি বা অন্য যেকোনও পণ্য, আকর্ষণীয় ছাড় পেতে পারেন গ্রাহকরা। ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে Flipkart-এর সেল অন্যদিকে ১৩ জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে Amazon সেল। দেখে নেওয়া যাক কোথায় কেমন ছাড় পাওয়া যাবে—
Amazon Republic Day Sale—
Amazon-এর Great Republic Day Sale শুরু হয়েছে ১৩ জানুয়ারি থেকে। Prime সদস্যরা সুবিধা পেয়েছেন মধ্যরাত থেকে, সেখানে সাধারণ গ্রাহকরা ছাড় পাচ্ছেন ১৩ জানুয়ারি দুপুর ১২টার পর থেকে।
advertisement
Amazon স্মার্টফোন এবং অ্যাকসেসারিজে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ এবং অন্য ইলেকট্রনিক পণ্যে প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত। স্মার্ট টিভি এবং এসি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের মতো যন্ত্রপাতিতে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
advertisement
SBI ক্রেডিট কার্ড এবং EMI লেনদেন ব্যবহার করে কেনাকাটার উপর অতিরিক্ত ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যেতে পারে। এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই পেমেন্ট অপশনও রয়েছে।
Flipkart Republic Day Sale—
Flipkart-এর Republic Day Sale শুরু হচ্ছে ১৪ জানুয়ারি, সমস্ত গ্রাহকের জন্য। যদিও Plus সদস্যরা এই সুবিধা পাচ্ছেন ১৩ জানুয়ারি থেকেই। ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই ছাড়। মোবাইল ফোন, ল্যাপটপে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে।
advertisement
একাধিক স্মার্টফোন ব্র্যান্ড তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ডিল অফার করবে বলে আশা করা হচ্ছে। এরই সঙ্গে থাকবে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, বান্ডিল পেমেন্ট অফার, ক্যাশব্যাক এবং ইএমআই স্কিম প্রভৃতি।
Amazon এবং Flipkart-এর Republic Day Sale-এর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে ভারত। স্মার্টফোন থেকে শুরু করে ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স এবং ফ্যাশন—সর্বত্রই পাওয়া যায় দারুন ছাড়ের সুযোগ। এবার Flipkart-এর সেল শুরু হচ্ছে Amazon-এর একদিন পরে। যদিও Plus সদস্যরা একই সঙ্গে পাবেন, ১৩ জানুয়ারি থেকে।
advertisement
ব্যাঙ্ক কার্ড, এক্সচেঞ্জ অফার এবং ইজি পেমেন্ট স্কিমে অতিরিক্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পাওয়া যাবে শুধু এই সময়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Sale: টিভি থেকে ওয়াশিং মেশিন, সব পাবেন কম দামে! Amazon এবং Flipkart-এ জমিয়ে কেনাকাটা করুন, বড় সুযোগ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement