Airtel: বঙ্গে ২৬ GHz এবং ৩৩০০ Mhz ব্যান্ডের উপর সফল ভাবে ৫জি পরিষেবা পরীক্ষা করল এয়ারটেল; জানাল ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস

Last Updated:

খড়গপুরে ৩৩০০ মেগাহার্ৎজ এবং ২৬ গিগাহার্ৎজ ব্যান্ডের উপর এই পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।

বঙ্গে ২৬ GHz এবং ৩৩০০ Mhz ব্যান্ডের উপর সফল ভাবে ৫জি পরিষেবা পরীক্ষা করল এয়ারটেল; জানাল ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস
বঙ্গে ২৬ GHz এবং ৩৩০০ Mhz ব্যান্ডের উপর সফল ভাবে ৫জি পরিষেবা পরীক্ষা করল এয়ারটেল; জানাল ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস
কলকাতা: রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর। ২৬ গিগাহার্ৎজ অথবা মিলিমিটার (mmWave) ব্যান্ড এবং ৩৩০০ মেগাহার্ৎজ স্পেকট্রাম ব্যান্ডে সফল ভাবে ৫জি পরিষেবার পরীক্ষা-নিরীক্ষা করল ভারতী এয়ারটেল। মিনিমাম রোলআউট অবলিগেশন (এমআরও) নির্ণয় করতেই মূলত এই পরীক্ষাটা করার ব্যবস্থা নিয়েছিল ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের পশ্চিমবঙ্গ সার্ভিস উইং।
বৃহস্পতিবার ট্যুইট করে টেলিকম ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের ওয়েস্ট বেঙ্গল লাইসেন্স সার্ভিস এরিয়া ভারতী এয়ারটেলের ৫জি পরিষেবার টেস্টিং সম্পন্ন করা হয়েছে। খড়গপুরে ৩৩০০ মেগাহার্ৎজ এবং ২৬ গিগাহার্ৎজ ব্যান্ডের উপর এই পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এই টেস্টিংয়ের সময় ৩৩০০ মেগাহার্ৎজের ক্ষেত্রে ৫৬৬ এমবিপিএস এবং ২৬ গিগাহার্ৎজের ক্ষেত্রে ১ জিবিপিএস ডেটা স্পিড দেখা গিয়েছে।
advertisement
advertisement
এ রাজ্যে এয়ারটেলের ৫জি পরিষেবার টেস্টিংয়ের ঠিক আগের দিনই গুজরাতে ২৬ গিগাহার্ৎজ এবং ৩.৩ গিগাহার্ৎজ স্পেকট্রাম ব্যান্ডে সফল ভাবে ৫জি পরিষেবা পরীক্ষা করেছিল। এমনিতেই এয়ারটেল এই মুহূর্তে ৫জি পরিষেবা সম্প্রসারণ করতে চাইছে। গত বছরের অক্টোবর মাস থেকেই দেশ জুড়ে এই পরিষেবা সম্প্রসারণের কাজ শুরু করেছে এই টেলিকম সংস্থা। সাড়ে তিন হাজারেরও বেশি শহর এবং শহরতলিতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে তারা। বর্তমানে চলতি ডিসেম্বর মাসের মধ্যেই দেশ জুড়ে পরবর্তী প্রজন্মের মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা চালু করার লক্ষ্য নিয়েছে এয়ারটেল।
advertisement
গত বছরের ৫জি স্পেকট্রাম সেলে সুনীল মিত্তলের এয়ারটেল ১৯৮৬৭.৮ মেগাহার্ৎজের ব্যান্ডউইদথ কিনেছিল। যার মূল্য প্রায় ৪৩০৮৪ কোটি টাকা। ৩.৩-৩.৭ গিগাহার্ৎজ এবং ২৬ গিগাহার্ৎজ ব্যান্ডে ৫জি এয়ারওয়েভ কিনেছিল ওই সংস্থা। এর আগে রিলায়েন্স জিও-ই ছিল একমাত্র টেলিকম সংস্থা, যাদের কাছে ৫জি স্পেকট্রামের ৭০০ মেগাহার্ৎজ, ৩.৩ গিগাহার্ৎজ এবং ২৬ গিগাহার্ৎজ – এই তিনটি ব্যান্ড রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Airtel: বঙ্গে ২৬ GHz এবং ৩৩০০ Mhz ব্যান্ডের উপর সফল ভাবে ৫জি পরিষেবা পরীক্ষা করল এয়ারটেল; জানাল ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement