Air Cooler Use Tips: কুলার কাজ করছে না? এই ছোট্ট কাজ করলেই বিনা খরচে চলবে! জানুন

Last Updated:

Air Cooler Use Tips : নতুন কুলার নয়, পুরোনো কুলারে এই ছোট্ট কাজ করলেই ফের হুহু করে চলতে শুরু করবে! খরচ বাঁচাতে জেনে রাখুন

Cooler: গরম এতই বাড়ছে যে সবাই ঠান্ডায় থাকার উপায় খুঁজছে। সারা দেশেই তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে, কুলার এবং এসিও কাজ করা বন্ধ করে দিয়েছে। অনেক সময় এমন হয় যে কুলার সামনে থাকলেও ঠান্ডা বাতাস দেয় না। তাই যদি এরকম কিছু ঘটে থাকে, তাহলে বুঝতে হবে যে তা অনেক কারণে হতে পারে। আজ জেনে নেওয়া যাক কীভাবে কিছু জিনিস দেখে কুলারের অবস্থা ঠিক করা যায়। অনেক সময় ধুলোর কারণে কুলারের কার্টেন বন্ধ হয়ে যায়। যদি কার্টেনের মধ্য দিয়ে বাতাস যাওয়ার জায়গা না থাকে, তাহলে বাতাস ঠিকমতো প্রবেশ করতে পারবে না এবং সেখান থেকে শীতল বাতাসও আসবে না।
যে কোনও ক্ষেত্রে শীতল বাতাস প্রবাহের জন্য কার্টেনের মধ্যে জায়গা থাকা খুবই গুরুত্বপূর্ণ। তবে মাঝে মাঝে ধুলো কার্টেনে জমে যায়। তাই কুলারের কার্টেন পুরনো হয়ে গেলে তা পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়। অন্যথায় একটি জেট ক্লিনিং পাইপ দিয়ে কার্টেন ভাল করে ধুয়ে ফেলতে হবে।
advertisement
advertisement
দ্বিতীয় যে জিনিসটি মনে রাখতে হবে তা হল ঘরের ভিতরে কুলারটি কোথায় রাখা হয়েছে। কুলার কখনই বন্ধ জায়গায় রাখা উচিত নয়। কুলার তখনই ঠান্ডা হয় যখন এটি বাইরের বাতাস গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে ঘরের ভিতরে কুলার রাখলে ভিতরে বাতাস সঞ্চালিত হতে থাকবে এবং বাতাস ঠান্ডা হবে না। বরং এতে ঘরের আর্দ্রতা আরও বেড়ে যাবে।
advertisement
এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে
এছাড়া একটি ছোট বিষয়েও মনোযোগ দেওয়া যেতে পারে, যাতে শীতল বাতাস পাওয়া যায়। যখনই কুলার চালানো হবে, কিছুক্ষণের জন্য পাম্প চালু রাখার চেষ্টা করতে হবে।
এর অর্থ হল কুলারটি যখন সম্পূর্ণ ভিজে যাবে তখন এর ফ্যানটি চালু করা উচিত, এতে বাতাস শুষ্ক এবং গরম হবে না তবে শীতল আসতে শুরু করবে। তবে, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আবহাওয়া আর্দ্র থাকলে কুলারটি সঠিক ভাবে ঠান্ডা বাতাস দিতে পারে না।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Air Cooler Use Tips: কুলার কাজ করছে না? এই ছোট্ট কাজ করলেই বিনা খরচে চলবে! জানুন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement