AC Reduce Electricity Bill: ১ টাকাও আসবে না ইলেকট্রিক বিল! সারাদিন যতখুশি চালান 'এই' AC, ৫ মিনিটেই ঘর হবে বরফের মতো ঠান্ডা, সবাই এটাই চাইছেন..., আপনি?
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
AC Reduce Electricity Bill: যাঁদের বাড়িতে এসি রয়েছে, তাঁরা এসি-র শীতল হাওয়া খেয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা এসি চালিয়ে রাখলে বিদ্যুতের বিলও বেড়ে যায়।
দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে মানুষের হাঁসফাঁস দশা। বাইরের কথা তো দূরের কথা, মানুষ নিজেদের ঘরের অন্দরেও স্বস্তি পাচ্ছেন না। যাঁদের বাড়িতে এসি রয়েছে, তাঁরা এসি-র শীতল হাওয়া খেয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা এসি চালিয়ে রাখলে বিদ্যুতের বিলও বেড়ে যায়।
তাই যাঁরা বাড়িতে একটি নতুন এসি লাগানোর পরিকল্পনা করছেন, তাঁদের জন্য আমরা আজকের প্রতিবেদনে এমন এসি-র হদিশ দেব, যা শুধু আরামই দেবে না, সেই সঙ্গে বিদ্যুতের বিলও অনেকাংশে কমিয়ে দেবে। কিন্তু বিদ্যুতের বিল শূন্যয় নেমে যাবে, এ-ও কি সম্ভব। একেবারেই সম্ভব! কারণ এই ধরনের এসি চালাতে ব্যবহারকারীর একটা টাকাও খরচ হবে না। তাহলে জেনে নেওয়া যাক, এই বিশেষ এসিতে কী কী আছে এবং এটি কোথায় পাওয়া যাবে!
advertisement
advertisement
আসলে আজকাল বাজারে সোলার এসি-র চাহিদা বাড়ছে। মানুষ এগুলির সন্ধান করছেন এবং কিনছেন। যদিও বাজারে সোলার এসি-র বিকল্প খুব কমই আছে। তবে আমরা এমন কিছু কোম্পানির কথা বলব, যাদের সোলার এসি সহজেই পাওয়া যেতে পারে।
advertisement
NEXUS SOLAR:
ভারতের বাজারে NEXUS SOLAR স্প্লিট এবং উইন্ডো উভয় মডেলেই সোলার এসি বিক্রি করছে। NEXUS SOLAR-এর ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে যে, এই কোম্পানির উইন্ডো এসির দাম শুরু হচ্ছে ৩৪,৫০০ টাকা থেকে। আর স্প্লিট এসি-র দাম শুরু হচ্ছে ৩৫,৭১৮ টাকা থেকে। এই কোম্পানির ওয়েবসাইট থেকেই সরাসরি সোলার এসি কিনতে পারেন গ্রাহকরা। এমনকী সংস্থাটি এসি-র হোম ডেলিভারিও করে। NEXUS SOLAR এসি-র কিছু মডেলে লেটেস্ট এআই প্রযুক্তি রয়েছে। কোম্পানির দাবি, এই এসি গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ঘরের তাপমাত্রা স্বয়ংক্রিয় ভাবে সেট করতে পারে।
advertisement
EXALTA:
সোলার এসি তৈরি করে, এমন আর একটি কোম্পানি হল EXALTA। এই কোম্পানিটির সোলার এসি-র দাম ৪৬,০০০ টাকা থেকে শুরু হচ্ছে। আর ২,৭০,০০০ টাকা পর্যন্ত দামের সোলার এসি পাওয়া যায়। কোম্পানির দাবি, সমস্ত সোলার এসি ৬০ ডিগ্রি তাপেও কাজ করতে পারে এবং আরও ভাল শীতলতা প্রদান করতে পারে। ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে যে, কোম্পানিটি ৫৯,০০০ টাকায় ড্যুয়াল মোড এসি বিক্রি করছে, যেখানে গরম এবং ঠান্ডা উভয় বিকল্পই পাওয়া যাচ্ছে। অর্থাৎ শীতকালে ঘর গরম রাখতেও এই এসি কাজ করবে।
advertisement
MOSETA:
গ্রাহকরা অনলাইনে MOSETA কোম্পানির সোলার এসি-ও পেয়ে যাবেন। এই কোম্পানিটি হোম ডেলিভারির পাশাপাশি ইনস্টলেশনের সুবিধাও প্রদান করে। MOSETA মাত্র ৩৫,৬৫০ টাকায় স্প্লিট সোলার এসি বিক্রি করছে। কোম্পানির ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে যে, এখানে ২,৩৭,০০০ টাকা পর্যন্ত দামের এসি পাওয়া যাচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 6:16 PM IST