গান্ধীজি সেলফি তুলেছিলেন? এক ছবিতে তোলপাড় ইন্টারনেট, ঘটনা জেনে অবাক হবেন

Last Updated:

Mahatma Gandhi selfie: গান্ধীজি, মাদার টেরেসার সেলফি! অবিশ্বাস্য! এই ছবি দেখে নিজের দুচোখকে বিশ্বাস হবে না।

নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তার আলোচনা ক্রমাগত বাড়ছে। এটি নথি হোক বা কোনও বিশেষ ফটো তৈরি করা হোক, আজকাল সর্বত্র মানুষ এআই সরঞ্জাম ব্যবহার করছে।
এরই মধ্যে এমন কিছু চমকপ্রদ ছবি সামনে এসেছে যা দেখলে বিশ্বাস করা কঠিন। কারণ এই ছবিগুলিতে বহু বিখ্যাত ব্যক্তিত্বদের সেলফি তুলতে দেখা গিয়েছে।
Jyo John Mullor নামের একজন শিল্পী যিনি নিজেকে একজন 'কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারী' এবং 'AI টাইম ট্রাভেলার' বলে উল্লেখ করেছেন। তিনিই বহু ব্যক্তিত্বের কিছু AI-জেনারেটেড সেলফি শেয়ার করেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- হাজার হাজার টাকা লাগবে না! নামমাত্র খরচে সাবস্ক্রাইব করুন Netflix, Amazon prime
ছবিগুলি শিল্পী ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে মহাত্মা গান্ধী, মাদার টেরেসা, মার্টিন লুথার কিং জুনিয়র, আব্রাহাম লিঙ্কন, আলবার্ট আইনস্টাইন এবং এলভিস প্রেসলির মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের সেলফি তুলতে দেখা যায়।
ইন্টারনেটে অনেকে ছবিগুলির নিচে কমেন্ট করে প্রশংসা করেছেন। ফটোতে একজন যেমন লিখেছেন, 'ব্রিলিয়ান্ট। সবগুলোই সুন্দর। কিন্তু আমার ব্যক্তিগত প্রিয় আম্বেদকর এবং বব...। দারুণ কাজ।'
advertisement
advertisement
আরেকজন ব্যবহারকারী লিখেছেন, 'দারুণ কাজ! এলভিস আমার প্রিয়. একেবারে অবিকল হয়েছে'। আজকাল অনেকেই অবশ্য বলছেন, এআই উন্নত হওয়ায় মানুষের কাজের পরিসর কমবে। ফলে বহু মানুষের চাকরি হারানোর সম্ভাবনা তৈরি হবে।
advertisement
যদিও কিছু মানুষ বলছেন, এআই যতই উন্নত হোক না কেন, তা মানুষের মতো আবেগ মিশিয়ে কাজ করতে পারবে না। ফলে যে কোনও কাজ এআই করলে তা হবে যান্ত্রিক। এই নিয়ে অবশ্য এখন নানা মুনি নানা মত। তবে এআই যে ভবিষ্যৎ, তা অনেকেই এক কথায় মেনে নিচ্ছেন।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গান্ধীজি সেলফি তুলেছিলেন? এক ছবিতে তোলপাড় ইন্টারনেট, ঘটনা জেনে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement