কলকাতা : প্রযুক্তির হাত ধরে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে পৃথিবী। আর সেই দৌড়ে পাল্লা না দিতে পারলে একেবারে পিছিয়ে পড়তে হচ্ছে মানুষকে। আশপাশের মানুষের সঙ্গে যেন আর যোগাযোগই রাখা যাচ্ছে না।
এমনই একটি প্লাটফর্ম হল OTT। একটা সময় ছিল যখন বছরে কয়েকটি সিনেমা রিলিজ করত। সেই সিনেমার দেখার জন্য মানুষকে সময় বের করতে হত, লাইন দিয়ে টিকিট কাটতে হত, টানা তিন ঘণ্টা বসে থাকতে হত সিনেমাহলে।
কিন্তু এখন সিনেমা বা ওয়েব সিরিজ দেখার জন্য এত কষ্ট করার প্রয়োজনই হয় না। কাজের ফাঁকে ফাঁকে ইচ্ছে মতো দেখে নেওয়া যায় পছন্দের কনটেন্ট।
আরও পড়ুন- WhatsApp-এ কি মাঝে মাঝে এমন লেখা আসে! ভাল না খারাপ, এখনই জানুন
কিন্তু ঘটনা হল Netflix, Amazon Prime-এর মতো OTT প্লাটফর্ম ব্যবহার করার জন্য বেশ অনেকটা টাকা খরচ করতে হয় প্রতিমাসে। তবে একটু বুদ্ধি করে চললে অনেক কম খরচেই এসব প্লাটফর্ম সাবস্ক্রাইব করে ফেলা যায়। এসব প্লাটফর্মের এমন কিছু প্ল্যান রয়েছে যা খুব কম খরচে কনটেন্ট দেখার সুবিধা দেয়। তবে সেক্ষেত্রে একটি মোবাইলই ব্যবহার করা যাবে।
Netflix মোবাইল প্ল্যান:
Netflix এর মাসিক প্ল্যানের দাম ১৪৯ টাকা। এই প্ল্যানের অধীনে, গ্রাহকরা এসডি (৪৮০পি) মানের যে কোনও কনটেন্ট দেখতে পারবেন।
Amazon Prime Video:
Amazon সম্প্রতি শুধুমাত্র মোবাইলের জন্য একটি প্ল্যান চালু করেছে, যার খরচ বার্ষিক মাত্র ৫৯৯ টাকা। এই প্ল্যানে, ব্যবহারকারীরা এসডি কন্টেন্ট দেখতে পাবেন মোবাইল ডিভাইসে। তবে গ্রাহকরা শুধু কনটেন্টই দেখতে পাবেন। প্রাইম মেম্বারশিপের অন্য সুবিধা যেমন, ফ্রি ডেলিভারি, প্রাইম সেলের সুবিধা পাবেন না।
Voot Select মোবাইল প্ল্যান:
মাত্র ২৯৯ টাকা সারা বছর কনটেন্ট দেখতে পারেন গ্রাহকরা। তবে Voot Select শুধুমাত্র মোবাইল প্ল্যান দেয়৷ একটি মাত্র মোবাইল ডিভাইস থেকে এটি দেখা যেতে পারে, ৭২০পি-তে।
Disney + Hotstar মোবাইল প্ল্যান:
যদি কেউ এক বছরের জন্য Disney + Hotstar প্লাটফর্ম সাবস্ক্রাইব করতে চান তবে মাত্র ৪৯৯ টাকা খরচ করতে হবে। তবে এটি শুধু মাত্র একক মোবাইল ডিভাইসে। মাসিক হিসেবে সাবস্ক্রাইব করতে চাইলে গুণতে হবে ১৪৯ টাকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amazon Prime, Netflix