AI Anchor: ‘অ-মানবী সংবাদপাঠিকা’! দেশের এই চ্যানেল আনল কৃত্রিম বুদ্ধিমত্তা AI-তে তৈরি সঞ্চালিকাকে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
AI Anchor:লিজাকে ওড়িয়া ভাষায় আরও সড়গড় করে তোলার চেষ্টা জারি
ওড়িশায় এক বেসরকারি চ্যানেল আনল কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি সংবাদপাঠিকা বা সঞ্চালিকাকে। তাঁর নাম দেওয়া হয়েছে লিজা। ওড়িশার ঐতিহ্যবাহী হাতে বোনা শাড়ির সঙ্গে ছিমছাম সাজে ঝরঝরে ইংরেজিতে সংবাদপাঠ করেন তিনি। ওড়িয়া ভাষাতেও সংবাদপাঠ করেন এআই কৌশলে তৈরি এই অ-মানবী সঞ্চালিকা। ‘ওটিভি নেটওয়ার্ক’-এর তরফে জানানো হয়েছে এ বার থেকে সংস্থার টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে লিজাকে।
বর্তমানে শুধু হিন্দি, ইংরেজিতে বললেও লিজা একাধিক ভাষায় পারদর্শী। তাঁর আগমনে ওড়িশা গণমাধ্যম তথা সংবাদমাধ্যমে নতুন মাইলফলক স্থাপিত হল বলে মনে করা হচ্ছে। লিজাকে ওড়িয়া ভাষায় আরও সড়গড় করে তোলার চেষ্টা জারি। সোশ্যাল মিডিয়ার সব মঞ্চে তাঁর নামে তৈরি হয়েছে পেজ।
advertisement
অদূর ভবিষ্যতে কৃত্রিম বৃদ্ধিমত্তার দৌলতে সাংবাদিকতায় নতুন দিগন্ত খুলে যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের। কৃত্রিম বলেই যান্ত্রিক কণ্ঠস্বর নয়। লিজার কণ্ঠে আবেগের ছোয়াঁও স্পষ্ট। তবে আশঙ্কা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এভাবেই সংবাদপাঠক বা সংবাদপাঠিকা তৈরি করে ছড়ানো হতে পারে ভুয়ো খবর।
advertisement
Meet Lisa, OTV and Odisha’s first AI news anchor set to revolutionize TV Broadcasting & Journalism#AIAnchorLisa #Lisa #Odisha #OTVNews #OTVAnchorLisa pic.twitter.com/NDm9ZAz8YW
— OTV (@otvnews) July 9, 2023
তবে বিতর্ক সরিয়ে আপাতত নেটিজেন তথা দর্শকরা মুগ্ধ অমানবী সঞ্চালিকা লিজায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 3:42 PM IST