গ্রাহকের অজান্তেই হোয়াটসঅ্যাপে ঢুকে যাচ্ছে ভাইরাস, কোনও নথিই আর সুরক্ষিত নয়

Last Updated:
#কলকাতা: হোয়াইটস অ্যাপের মেসেজ অন্য কারোর হাতে পড়ার সুযোগ নেই। এন্ড টু এন্ড এনস্ক্রিপশনে সুরক্ষিত সবকিছু। এতদিনের মিথ ভেঙে চুরমার। ইসরায়েলি পেগাসাস চোখে আঙুল দিয়ে দেখাল, তথ্য প্রযুক্তির দুনিয়ায় তথ্য সুরক্ষার কোনও বালাই নেই।
লখিন্দরের বাসরঘরে ছিদ্র দিয়ে সাপ ঢোকার সেই গল্প। তথ্য-প্রযুক্তির দুনিয়াতেই তেমনই একটা না একটা ছিদ্র থাকবেই। সেই ছিদ্র গলেই ঢুকে পড়ে পিগাসাসের মতো ভাইরাস।
ভারতের বেশ কিছু রাজনীতিক, মানবাধিকার কর্মীর হোয়াটস অ্যাপে নজরদারি করে তথ্য চুরির ঘটনায় তোলপাড়। হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন যা এতদিনে দূর্ভেগ্য বলেই দাবি করা হত, সেখানে এই ঘটনা কীভাবে ঘটল?
advertisement
advertisement
এন্ড টু এন্ড এনক্রিপশন কী
- দুপক্ষের মতো মেসেজের তথ্য নিজস্ব সার্ভারে জমা থাকে
- এই তথ্য তৃতীয় পক্ষের হাতে পড়ার কথা নয়
এতদিন ধরে এন্ড টু এন্ড এনক্রিপশনের সুরক্ষা নিয়ে তেমন অভিযোগ ওঠেনি। ইসরায়েলের এক অখ্যাত স্টার্ট আপের তৈরি ভাইরাসের ধাক্কায় সেই মিথ চুরমার। হোয়াটস অ্যাপও মেনে নিচ্ছে
গ্রাহকের অজান্তেই হোয়াটসঅ্যাপে ঢুকতে পারে পিগাগাস
advertisement
তথ্য কপি করে অন্য ডিভাইসে পাঠাতেও পারে
কীভাবে সেটা সম্ভব? সম্ভব, প্রয়োজন শুধু লেমন জেলি। তবে এই জেলি খাওয়ার জন্য নয়।
লেমন জেলি একটি শক্তিশালী ম্যালওয়ার
এই লেমন জেলিই পিগাসাসকে পরোক্ষে চালায়
মেসেজের পাশাপাশি ক্যামেরা, মাইক্রোফোন, পিকচার ফোল্ডারও কপি করে
জিপিএস ও লাইভ ট্রাকিংয়েও নজরদারি করা সম্ভব
একই সময়ে একাধিক ডিভাইসে নজরদারিও চলে
advertisement
অর্থাৎ কোনও গ্রাহক নিজের মোবাইল যদি বাড়ি বা অফিসের ওয়াই ফাইয়ের সঙ্গে যুক্ত করেন, তবে পুরোটাই পিগাসাসের নজরে চলে আসবে।
ব্যক্তিগত বার্তা, তথ্য নিরাপত্তার কোনও বালাই-ই নেই। ১৫ দিন বা একমাস অন্তর হোয়াটস অ্যাপ ডিলিট করে নতুন করে ডাউনলোড করা প্রয়োজন। ফেসবুক টুইটার বা ব্যাঙ্কিং অ্যাপেরও ক্ষেত্রেও একই পদ্ধতি নিতে হবে। থার্ড পার্টি ব্রাউজারেও তেমনভাবে সক্রিয় হতে পারে না পিগাসাস ৷
advertisement
কিন্তু এত ঝক্কি পোহানো আম-জনতার পক্ষে সম্ভব কী? সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ঘরে বসেই সবকিছু করতে চাইলে এটুকু করতেই হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গ্রাহকের অজান্তেই হোয়াটসঅ্যাপে ঢুকে যাচ্ছে ভাইরাস, কোনও নথিই আর সুরক্ষিত নয়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement