বড়দিনে ঘুরতে যাবেন? বিমানের টিকিট পেতে পারেন, জেনে নিন উপায়
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Flight Ticket: এই সময় বিমানের টিকিটে ডিসকাউন্ট পাওয়ার চেষ্টা করেন অনেকে।
কলকাতা: দুর্গাপুজো আর দীপাবলি কেটে গেলেও উৎসবের মরশুম কিন্তু বিদায় নেয়নি। আসলে অনেকের কাছেই ডিসেম্বর মাসটাই উৎসবের মরশুম।
কারণ এই সময় বড়দিন এবং নতুন বছর উদযাপনের উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। ফলে স্কুল-কলেজ কিংবা অফিসে থাকবে শীতকালীন ছুটি। আর শীতের ছুটিতে অনেকেই বেরিয়ে পড়েন ঘোরার উদ্দেশ্যে। ফলে পর্যটনের চাপ থাকে এই সময়টায়।
পাল্লা দিয়ে বেড়ে যায় বিমান এবং হোটেল ভাড়া। তাই এই সময় বিমানের টিকিটে ডিসকাউন্ট পাওয়ার চেষ্টা করেন অনেকে। অবশ্য সেটা পাওয়াও যায়। রইল এই সংক্রান্ত কয়েকটি টিপস।
advertisement
advertisement
আরও পড়ুন- ফোন নম্বরের দরকার নেই? WhatsApp ইউজারনেম সার্চ ফিচার কী এবং এটি কীভাবে কাজ করবে
ক্রোম ব্রাউজারে বিমানের ভাড়া হ্রাসের প্লাগইন ডাউনলোড:
এমন থার্ড পার্টি প্লাগইন গুগল ক্রোম সাপোর্ট করে, যারা লাইভ ফ্লাইট ভাড়ার উপর নজরদারি চালায় এবং দাম কমলেই ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন পাঠিয়ে দেয়। ভাল প্লাগইন-এর মধ্যে অন্যতম হল Flight Fare Compare এবং CheaperThere।
advertisement
Microsoft Edge ব্রাউজারে ফিচারড ক্যুপন এনেবল করা:
Microsoft Edge-এর বিল্ট-ইন ক্যুপনের বৈশিষ্ট্য হল, এটা টাকা বাঁচানোর প্রক্রিয়াকে স্ট্রিমলাইন করে। সেই সঙ্গে তা উপলব্ধ ক্যুপনের বিষয়ে ব্যবহারকারীদের অবগত করে। চেক-আউটের সময় ব্যবহারকারীরা কোড অ্যাপ্লাই করতে পারেন।
Microsoft Edge ব্রাউজারে মূল্যের তুলনা করা:
টিকিট সন্ধান করার সময় Microsoft Edge মূল্যের তুলনা করার সুযোগ দিয়ে থাকে। ব্যবহারকারীর সুবিধার জন্য সরাসরি লিঙ্ক-সহ অন্যান্য ওয়েবসাইট থেকে দামের একটি তালিকাও প্রদান করা হয়।
advertisement
আরও পড়ুন- নতুন ফোন কিনতে চান? চলতি ডিসেম্বরেই বাজারে আসছে এইসব দুর্দান্ত স্মার্টফোন
ফ্লাইট বুক করার সঠিক সময় খুঁজতে Google-এর ব্যবহার:
এমনিতেই Google বিমানের ভাড়া ট্র্যাক করার সুবিধা দেয়। ব্যবহারকারীদের কাছে নির্দিষ্ট বিমানের সস্তা ভাড়া সম্পর্কিত নোটিফিকেশন যায়। আর এআই-এর সঙ্গে মিলে গুগল এখন কিন্তু নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য টিকিট বুক করার সঠিক সময় বাতলে দিতে পারে।
advertisement
Google Explore-এ হোটেল এবং সাইনসিইং সুপারিশ দেখতে হবে:
Google Explore ভ্রমণের একটি কেন্দ্র হিসেবে কাজ করে। সেখানে হোটেল বুকিং, ফ্লাইট রিজার্ভেশন, সাইটসিইং রেকমেন্ডেশন, ডাইনিং অপশন এবং স্থানীয় যাতায়াতের মাধ্যম সম্পর্কে তথ্য মিলবে।
ইনকগনিটো মোডের ব্যবহার:
এয়ারলাইন্স এবং অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্মগুলো কিন্তু কুকিজ ব্যবহার করে ব্যবহারকারীদের সার্চ প্যাটার্নের উপর চোখ রাখে। ধরা যাক, কেউ নয়াদিল্লি থেকে মুম্বইয়ের বিমানের টিকিট কাটতে চাইছেন। পরে সেই টিকিট বুক করতে গেলে দেখা যাবে দাম বেড়ে গিয়েছে। এই সমস্যা এড়াতে ইনকগনিটো মোড ব্যবহার করতে হবে অথবা কুকিজ মুছে ফেলতে হবে।
advertisement
দিনের বিমানের ভাড়া কম
বেলার দিকের বিমানের ভাড়া বেশ সস্তাই হয়। তবে সকালের দিকের ভাড়া কিন্তু অপেক্ষাকৃত বেশি। যদিও এর কোনও স্থায়ী নিয়ম নেই। তাই দিনের সমস্ত বিমানের ভাড়া দেখে নিতে হবে।
একাধিক দিনের ভাড়া দেখে নেওয়া
ছুটির পরিকল্পনা করলে দিনক্ষণ নিয়ে ফ্লেক্সিবল হতে হবে। কয়েক দিনের বিমানের ভাড়া বিচার করে দেখলে অপেক্ষাকৃত সস্তা টিকিট পাওয়া সম্ভব। আগের কিংবা পরের দিনের ভাড়া দেখে যেদিন সস্তা পাওয়া যাবে, সেদিনকার টিকিটই কাটা উচিত।Go for travel cards from banks
advertisement
ট্রাভেল কার্ড
বিভিন্ন ব্যাঙ্ক ট্রাভেল কার্ডের সুবিধা প্রদান করে। এতে বিমানের টিকিট বুক করার সময় অতিরিক্ত ডিল এবং ডিসকাউন্ট পাওয়া যায়। এমনকী লয়ালটি পয়েন্টও মেলে।
এয়ারলাইনের লয়ালটি পয়েন্ট এবং প্রোগ্রামের ব্যবহার
বেশিরভাগ এয়ারলাইন্সের কয়েক ধরনের লয়ালটি প্রোগ্রাম থাকে। সেই সব পয়েন্ট সংগ্রহ করলে ডিসকাউন্টেড টিকিট এমনকী ফ্রি-টিকিটও পাওয়া যায়।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 8:43 PM IST