Smartphone: নতুন ফোন কিনতে চান? চলতি ডিসেম্বরেই বাজারে আসছে এইসব দুর্দান্ত স্মার্টফোন
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক ২০২৩ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে লঞ্চ হতে চলা স্মার্টফোনের বিষয়ে। সেই তালিকার মধ্যে রয়েছে - Honor 100, Redmi 13C-এর মতো স্মার্টফোনও।
এক নজরে দেখে নেওয়া যাক ২০২৩ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে লঞ্চ হতে চলা স্মার্টফোনের বিষয়ে। সেই তালিকার মধ্যে রয়েছে – Honor 100, Redmi 13C-এর মতো স্মার্টফোনও।
Honor 100 –
Honor স্মার্টফোনটি নভেম্বর মাসে চিনে লঞ্চ করা হয়েছিল। স্মার্টফোনটি আগামী সপ্তাহে বিশ্বব্যাপী লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। Honor 100 Snapdragon 7 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গিয়েছে। Smartprix এর মতে স্মার্টফোনটিতে একটি ৫০MP প্রাথমিক ক্যামেরা এবং একটি ১২MP আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে এবং সামনে এটি একটি Sony সেন্সর সহ ৫০MP IMX816 ক্যামেরা থাকতে পারে।
advertisement
advertisement
Motorola Edge Plus –
ভারতে স্মার্টফোনের জন্য নিশ্চিত লঞ্চের তারিখ হল ২৩ ডিসেম্বর, ২০২৩৷ এটি একটি ৮জিবি RAM ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ বেস ভেরিয়েন্ট। Motorola Edge Plus ২০২৩, যা ইন্টারস্টেলার ব্ল্যাক রঙে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে৷ নতুন Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর উচ্চতর কর্মক্ষমতার জন্য ডিভাইসটিকে শক্তি দিতে পারে। এই ফোনে একটি ৫০MP প্রাথমিক ক্যামেরা, একটি ৫০MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ১২MP ক্যামেরা সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে।
advertisement
OnePlus 12 –
স্মার্টফোনটি চিনে ৪ ডিসেম্বর, ২০২৩-এ আত্মপ্রকাশ করতে চলেছে এবং আগামী মাসে ভারতে উপলব্ধ হবে। স্মার্টফোনটিতে ১৬জিবি RAM এবং ২৫৬জিবি স্টোরেজ সহ একটি Snapdragon 8 Gen 3 প্রসেসর রয়েছে বলে জানা গিয়েছে। লঞ্চের সময় স্মার্টফোনের ফিচার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Poco F5 Pro –
ভারতে POCO F5 Pro এর দাম ৩৬,৮৯০ টাকা। POCO F5 Pro ফোন ৩ ডিসেম্বর, ২০২৩-এ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এটি POCO F5 Pro-এর ৮জিবি RAM ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট। যা কালো এবং সাদা রঙে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
advertisement
Realme GT 5 Pro –
এই Realme স্মার্টফোনটি ৭ ডিসেম্বর, ২০২৩-এ চিনে লঞ্চ করা হবে৷ স্মার্টফোনের কর্মক্ষমতা উন্নত করতে এটি একটি Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে৷ এটি ১০০W দ্রুত চার্জিং সহ একটি ৫৪০০ mAh ব্যাটারি দিয়ে সজ্জিত হতে পারে।
Redmi 13C –
Redmi স্মার্টফোনের নতুন প্রজন্ম ৬ ডিসেম্বর, ২০২৩-এ আত্মপ্রকাশ করবে৷ GizmoChina জানিয়েছে যে, স্মার্টফোনটিতে ৯০ Hz পর্যন্ত রিফ্রেশ রেট সহ একটি ৬.৭৪-ইঞ্চির LCD থাকতে পারে৷ একটি MediaTek Helio G85 চিপসেটের সঙ্গে ৮জিবি RAM এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত। স্মার্টফোনটিতে একটি ৫০০০ mAh ব্যাটারি থাকতে পারে, যা ১৮W দ্রুত চার্জিং সমর্থন করে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 8:49 PM IST