জলে-জঙ্গলে সানি লিয়নের স্নান, ভিডিও শেয়ার হতেই ভাইরাল

Last Updated:

সানি লিয়নের কাছে ভাইরাল হওয়াটা একেবারেই জলভাত ৷ সোশ্যাল মিডিয়ায় যাই তিনি শেয়ার করেন, তাই রাতারাতি হয়ে যায় ভাইরাল

#মুম্বই: সানি লিয়নের কাছে ভাইরাল হওয়াটা একেবারেই জলভাত ৷ সোশ্যাল মিডিয়ায় যাই তিনি শেয়ার করেন, তাই রাতারাতি হয়ে যায় ভাইরাল ৷ তবে এবার নিজের স্নানের ভিডিও শেয়ার করলেন সানি ৷ যা কিনা শেয়ার করার প্রায় একসেকেন্ডের মধ্যে ভাইরাল হল সোশ্যাল মিডিয়া ৷ আর ভাইরাল হবে নাই বা কেন? সানি তো এবার শেয়ার করেছেন তাঁর স্নানের ভিডিও ৷
ভিডিওতে দেখা যাচ্ছে জঙ্গল ৷ আর একটি ঝরনা ৷ ঝরনার ঠান্ডা জলে অল্প পোশাকে উত্তাপ ছড়াচ্ছেন সানি লিয়ন ৷ সব মিলিয়ে পরিবেশটাই পুরুষমনে আগুন লাগিয়ে দিতে একেবারেই মোক্ষম ৷
তবে ঝরনায় স্নান করার এরকম ভিডিও সানির জন্য প্রথম নয় ৷ এর আগেও, ‘জিসম’ ছবির জন্য এই ধরণের ভিডিও তুলেছিলেন সানি লিয়ন ৷ তবে এবার আকর্ষণটা যেন একটু বেশিই ৷
advertisement
advertisement
তবে আসল গপ্পোটা হল, সানির এই স্নানের ভিডিওটি তৈরি করা হয়েছে এমটিভি-র ‘স্প্লিটভিলা’র প্রোমোশনের জন্যই৷
দেখুন ভিডিও-
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জলে-জঙ্গলে সানি লিয়নের স্নান, ভিডিও শেয়ার হতেই ভাইরাল
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement