চরম গরমে মিলনের আগে এগুলো মাস্ট !

Last Updated:

শহর জুড়ে বইছে লু ৷ চরম গরমে একেবারে নাজেহাল অবস্থা ৷ অফিস যেতে গিয়ে ঘেমে নেয়ে অস্থির ৷

#কলকাতা: শহর জুড়ে বইছে লু ৷ চরম গরমে একেবারে নাজেহাল অবস্থা ৷ অফিস যেতে গিয়ে ঘেমে নেয়ে অস্থির ৷ বিকেলে বাড়ি ফিরে এনার্জির হার প্রায় শূন্য ! এই সময় প্রিয় মানুষ যদি একটু কাছে আসতে চান, তাহলে মন জুড়ে চরম বিরক্তি ! চিকিৎসকরা বলছেন, গরমকালে এমনই যৌনতার মাত্রা কমে যায় ৷ গরমে যৌনতার ইচ্ছে প্রকাশ করেন না বেশিরভাগ মানুষ ৷ কিন্তু ডাক্তারদের কথায়, এই বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক ৷ বরং, এই গরমকালে নিয়মিত যৌনতায় লিপ্ত হলে শরীর থাকবে সতেজ এবং ফিট !
তবে গরমকে সত্যিই মাথা থেকে দূর করা যায় না ৷ তাই বলে কি প্রেম, মিলন হবে না? নো চাপ, এর জন্য রয়েছে নানা নিয়ম ৷ একটু ক্রিয়েটিভ হলেই চরম গরমে মিল জমে হবে ক্ষীর ! কীভাবে? পড়ে ফেলুন...
১) মিলনের জন্য উইকএন্ডকেই বেছে ফেলুন ৷ পরের দিন অফি, যাওয়ার ঝক্কি না থাকলে, এমনিতেই মন থাকবে ফুরফুরে ৷
advertisement
advertisement
২) রাতে শোয়ার আগে ভালো করে স্নান করে নিন ৷ ব্যবহার করুন অডিকোলন ৷ ব্রাশ করতে ভুলবেন না ৷ ইচ্ছে হলে এই স্নানটি প্রিয়জনকে সঙ্গে নিয়েই করতে পারেন ৷ বাথরুম থেকেই না হোক শুরু হোক ফোরপ্লে !
৩) রাতে ডিনার করুন হালকা ৷ বেশি মশলাযুক্ত খাওয়ার খাবেন না ৷
৪) শোয়ার আগে ঠান্ডা শরবত পান করুন ৷
advertisement
৫) এসি-র মাত্রা রাখুন হালকা ৷ ফ্যান ঘুরুক জোরে ৷ যাতে শীতল হাওয়া গোটা ঘরে ছড়িয়ে পড়ে ৷
৬) বিছানায় থাকুক সুতির চাদর ৷
৭) ফোরপ্লের জন্য বরফ রাখুন ৷ চুমু খান বরফের টুকরো মুখে রেখে ৷
৮) ধীরে ধীরে শুরু হোক মিলন ৷
৯) উন্মুক্ত শরীরে প্রিয়জনকে জড়িয়ে ধরে ঘুম মাস্ট ৷ সেকেন্ড রাউন্ড হোক না ভোররাতে !
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চরম গরমে মিলনের আগে এগুলো মাস্ট !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement