Umran Malik: `উমরান মালিক কোথায়! কেন খেলছে না'? হায়দরাবাদের ওপর রেগে লাল জাহির খান

Last Updated:
উমরানকে নষ্ট করছে সানরাইজার্স! বিরক্ত জাহির
উমরানকে নষ্ট করছে সানরাইজার্স! বিরক্ত জাহির
মুম্বই: সানরাইজার্স হায়দরাবাদের ওপর রেগে লাল জাহির খান। প্রাক্তন ভারতীয় পেসার পরিষ্কার জানিয়েছেন উমরান মালিককে এবারের আইপিএলে সঠিকভাবে ব্যবহার করেননি সানরাইজার্স দল। মাত্র সাতটি ম্যাচ খেলে পাঁচটি উইকেট নিয়েছেন উমরান। এটা সহ্য করতে পারছি না জাহির। উমরান মালিককে সঠিকভাবে ব্যবহার করেনি হায়দারাবাদ পরিষ্কার জানিয়েছেন জাহির। তার মনে হয় উমরানকে দীর্ঘদিন বাইরে রেখে ক্ষতি করেছে সানরাইজার্স।
আরও পড়ুন – বিরাটের সেঞ্চুরি দেখে কেঁদে ফেললেন অনুষ্কা, মাঠেই রোমান্টিক ভিডিও কল দশ মিনিটের
একজন ফাস্ট বোলারকে বেশ কিছু ম্যাচ বসিয়ে দিলে তার পক্ষে ফিরে আসা প্রচন্ড মুশকিল হয়। ছন্দ চলে যায়, বলের পেস কমে যায়, লাইন লেন্থ সঠিক থাকে না। এটা প্র্যাকটিস করেও পুরোপুরি ঠিক করা সম্ভব নয়। ম্যাচ দরকার। জাহির খান মনে করেন উমরান মালিক ভারতের সম্পদ। তাকে এভাবে বসিয়ে বসিয়ে নষ্ট করার মানে নেই। এই ব্যাপারটা সানরাইজার্স ফ্রাঞ্চাইজি খুব খারাপ করছে বলে জানিয়েছেন জাহির।
advertisement
উমরানের আত্মবিশ্বাসের ক্ষেত্রেও এটা আঘাত লাগতে পারে মনে করেছেন তিনি। জাহির জানিয়েছেন উমরানকে যত বেশি খেলানো হবে, তত সে নিজেকে তৈরি রাখতে পারবে। এটাই ক্রিকেটের নিয়ম। ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের দোহাই দিয়ে তাকে বসিয়ে দেওয়া তার প্রতি অবিশ্বাস দেখানোর মত কাজ। আত্মবিশ্বাসে আঘাত লাগতে পারে জম্মু-কাশ্মীরের ফাস্ট বোলারের।
advertisement
advertisement
এরকম চললে ভারত একজন উঠতি ফাস্ট বোলার হারিয়ে ফেলবে মনে হচ্ছে জাহিরের। উমরান নিজে অবশ্য এই নিয়ে মন্তব্য করেনি। তবে মনে মনে তার খারাপ লাগছে সেটাই স্বাভাবিক। এখন দেখার জাহির খানের এই সাক্ষাৎকারের পর সানরাইজার্স নতুন করে সুযোগ দেয় কিনা উমরানকে।
কাশ্মীরের তরুন ফাস্ট বোলার অবশ্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত বলে জানিয়েছেন। তাকে সুযোগ দিলেই নিজের সেরাটা দেবেন বলে মনে করেন উমরান। তবে জাহিরের মন্তব্য তার কান পর্যন্ত পৌঁছেছে সেটা নিশ্চিত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Umran Malik: `উমরান মালিক কোথায়! কেন খেলছে না'? হায়দরাবাদের ওপর রেগে লাল জাহির খান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement