Virat Anushka: বিরাটের সেঞ্চুরি দেখে কেঁদে ফেললেন অনুষ্কা, মাঠেই রোমান্টিক ভিডিও কল দশ মিনিটের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
হায়দারাবাদ: নিজামের শহরে কোহলি আবার কিং। যে ইনিংস উপহার দিয়েছেন তাতে ৮ থেকে ৮০ সবাই খুশি। দারুণ এই সেঞ্চুরির পর মাঠেই কোহলিকে ভিডিও কল করেন তাঁর স্ত্রী, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ভিডিও কলে দুজনের কথা বলার ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। স্বামীর অনুপ্রেরণা হিসেবে আগে থেকেই পরিচিত অনুষ্কা সেঞ্চুরির পরপরই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন ‘কী দুর্দান্ত এক ইনিংস।’
আরও পড়ুন – KKR Gurbaz: ইডেনে আর একবার ঝড় তুলতে চান গুরবাজ! মরার আগে মরতে রাজি নয় কেকেআর
আসলে অনুষ্কা বিরাট কোহলির সঙ্গে দীর্ঘদিন সময় কাটিয়ে বুঝতে শিখেছেন খেলার জগৎ কতটা অনিশ্চিত এবং সংগ্রামে ভরা। এখানে টিকে থাকতে গেলে সুপারস্টার হয়েও সমালোচিত হতে হয়। কোহলির এই সেঞ্চুরিতে টুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন সচিন টেন্ডুলকারও এটি ছিল আইপিএলে কোহলির ষষ্ঠ সেঞ্চুরি। আর এই সেঞ্চুরি দিয়ে আইপিএলের রেকর্ড বইয়ে নিজেকে বসিয়েছেন ক্রিস গেইলের পাশে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হিসেবে।
advertisement
Virat Kohli on a video call with Anushka Sharma after the match
The most beautiful moment! pic.twitter.com/3xoQILaMFF
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 18, 2023
advertisement
ক্যারিবিয়ান গেইলের সেঞ্চুরিও আইপিএলে ছয়টি। আইপিএলে তাঁর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা ছিল। বিরাট কোহলি রান করেন, কিন্তু যে স্ট্রাইক রেটে করেন, সেটা সন্তোষজনক নয়। অন্তত হাল আমলে আইপিএলের অন্য বিস্ফোরক নামগুলো বিবেচনায় নিলে এমন সমালোচনা কম-বেশি হয়। কোহলি-প্লেসির জুটিতে আসা জয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শেষ চারে খেলার সম্ভাবনা বেড়েছে।
advertisement
সবচেয়ে বড় কথা, পাওয়ারপ্লের ওভারগুলোতে রানের চাকা শ্লথ করে ফেলার যে সমালোচনাটা কোহলিকে নিয়ে চলছিল, কালকের সেঞ্চুরি দিয়ে কোহলি সে সমালোচনাটা আপাতত বন্ধ করে দিয়েছেন। বিরাট অবশ্য আগেই জানিয়েছিলেন তিনি এতদিন বেঙ্গালুরুর হয়ে খেলেও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেননি।
তাই এবার তার একমাত্র এবং প্রধান লক্ষ্য আরসিবিকে চ্যাম্পিয়ন করা। তাই সেঞ্চুরি করে খুশি হলেও আসল লক্ষ্য থেকে ফোকাস সরাতে রাজি নন কিং কোহলি। আর এই লক্ষ্যে অনুষ্কা তাকে সাহায্য করে চলেছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 12:51 PM IST