রোনাল্ডোকে শুভেচ্ছা জানিয়ে ব্যাপক গালাগালি খেলেন যুবরাজ! কারণ জানলে হাসি পাবে

Last Updated:

Yuvraj Singh gets trolled on social media mercilessly after welcoming Cristiano Ronaldo to 700 club. রোনাল্ডোকে শুভেচ্ছা জানিয়ে ব্যাপক গালাগালি খেলেন যুবরাজ! কারণ জানলে হাসি পাবে

বোকা বোকা ট্যুইট, যুবরাজকে ধুয়ে দিলেন নেট নাগরিকরা
বোকা বোকা ট্যুইট, যুবরাজকে ধুয়ে দিলেন নেট নাগরিকরা
#মুম্বই: ভাল উদ্দেশ্য নিয়ে যুবরাজ সিং অভিনন্দন জানিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তার ৭০০ গোলের নতুন রেকর্ডের জন্য। কিন্তু বিনা কারণে ব্যাপক গালাগালি খেলেন প্রাক্তন তারকা। ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো তাঁর পছন্দের ফুটবলার। অনেক দিনের খরা আর সংকট কাটিয়ে অবশেষে পর্তুগিজ তারকা গোলের দেখা পেয়েছেন।
আরও পড়ুন - সেই পুরোনো রোগের শিকার, শুরুতেই চেন্নাই এক্সপ্রেসে ধাক্কা খেল পাল তোলা নৌকা
এভারটনের বিপক্ষে পাওয়া সেই গোলে প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলকে পৌঁছেছেন। প্রিয় তারকার এমন অর্জনে খুশি হয়ে তাঁকে অভিনন্দন জানিয়ে একটি টুইট করেছেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। সেই টুইটের কারণে ট্রলের শিকার হয়েছেন তিনি।
advertisement
প্রিয় খেলোয়াড়ের অর্জনে খুশি হয়ে করা যুবরাজের টুইট নিয়ে কারও সমস্যা নেই। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে টুইটে তাঁর লেখা কথাগুলো। যুবরাজের লেখা যে ভুল হয়েছে—সেটা প্রমাণ করতে যেন ব্যস্ত হয়ে উঠেছে টুইটার ব্যবহারকারীরা! ভারতের সাবেক অলরাউন্ডার তাঁর টুইটে রাজা লিখে একটি রাজমুকুটের ইমোজি দিয়েছেন।
advertisement
এরপর লিখেছেন, রাজা ফিরে এসেছে। ফর্ম সাময়িক, মানটা চিরস্থায়ী! এটুকু লিখে ক্রিস্টিয়ানো রোনালদোকে ট্যাগ করে যুবরাজ আবার লিখেছেন, ৭০০ ক্লাবে স্বাগত। রোনালদো–ভক্তদের আপত্তি শেষের অংশটা নিয়ে। যে ক্লাবে রোনালদোই প্রথম, সেখানে আবার তাঁকে স্বাগত জানানোর কী আছে! যুবরাজকে ট্রল করা সবার প্রশ্নই ওই একটি।
advertisement
এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘\ভাই, তুমি কোন ৭০০ ক্লাবে আছো? আরেকজনের প্রশ্নটা এ রকম, ‘স্বাগতম? ভাই, এটা গোলের ক্লাব, রানের নয়! আসলে যুবরাজ বরাবর ম্যানচেস্টার ইউনাইটেড দলের ভক্ত। রোনাল্ডোর প্রিয় ফুটবলার। কিন্তু যে কাজটি যুবরাজ করেছেন তাতে তার গালাগাল খাওয়াটা স্বাভাবিক।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রোনাল্ডোকে শুভেচ্ছা জানিয়ে ব্যাপক গালাগালি খেলেন যুবরাজ! কারণ জানলে হাসি পাবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement