Yousuf Pathan Wins: অভিজ্ঞতায় ভোট বৈতরণী পার হল না অধীরের, মমতার আশীর্বাদ পাথেয় করেই ইউসুফ পাঠানের বহরমপুরে বড় জয়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Yousuf Pathan Wins: ইউসুফ পাঠান এবার ভোটের বাজারেও কামাল করে দেখালেন৷ বহরমপুর অধীর রঞ্জন চৌধুরীর গড় গুঁড়িয়ে দিলেন ইউসুফ পাঠান৷
কলকাতা: West Bengal Election Results 2024: কোনওদিন রাজনীতির পথ ধরে হাঁটেননি৷ স্বচ্ছন্দ ছিলেন ক্রিকেটের ময়দানে৷ ভারতীয় দলের জার্সিতে পারফরম্যান্স তারপর কেকেআরের জার্সিতে বাঙালির ঘরের ছেলে হয়ে ওঠা ইউসুফ পাঠান এবার ভোটের বাজারেও কামাল করে দেখালেন৷ বহরমপুর অধীর রঞ্জন চৌধুরীর গড় গুঁড়িয়ে দিলেন ইউসুফ পাঠান৷
বহরমপুর লোকসভা কেন্দ্রে ১৫তম রাউন্ড গোনার শেষে এক নম্বরে তৃণমূল, দুই নম্বরে বিজেপি এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী একেবারে তিন নম্বরে পৌঁছে যান৷
১৫ দফার শেষে তৃণমূলের প্রাপ্ত আসন ৫২২৭৮০, বিজেপি প্রাপ্ত ৩৭৯০৭৬ আসন, কংগ্রেসের আসন ৪৩৬০৮৩৷
advertisement
এর আগে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৮৬ হাজারের বেশি ভোটে জয়ী
advertisement
বহরমপুর লোকসভা আসনে নবম রাউন্ডে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের প্রাপ্ত ভোট ৩১২২২০৷ দু নম্বরে রয়েছে বিজেপি প্রার্থী, তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ ২৫১৯৩৩৷ তিন নম্বরে রয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ ২৭২২৭২৷
advertisement
বাইরে থেকে এসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভোটে লড়তে রাজি হয়েছিলেন সেখানেই তাঁর দিদির কথায় বাজিমাত করলেন ইউসুফ পাঠান৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2024 5:02 PM IST