WTC Final 2023, IND vs AUS: কোহলিকে অপমান করে গিলের প্রশংসা! সচিন ও শুভমানকে একই আসনে বসালেন ভারতীয় তারকা

Last Updated:

WTC Final 2023, IND vs AUS: শুভমান গিলকে বড় সার্টিফিকেট দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। সচিনে তেন্ডুলকরের সঙ্গে শুভমান গিলকে তুলনা করলেন কাইফ। একইসঙ্গে কোহলির মধ্যে খামতি থাকলেও, গিলের মধ্যে এখনও কোনও খামতি নেই বলেও জানিয়েছেন ন্যাটওয়েস্ট জয়ের তারকা।

লন্ডন: বর্তমানে ভারতীয় দলের তরুণ তারকা ক্রিকেটারদের নিয়ে আলোচনা হলে সবার আগে যে শুভমান গিলের নাম আসবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিগত এক বছরে নিজের ব্যাটিংকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন গিল। একদিনের ক্রিকেটে দ্বিশতরান করার পাশাপাশি আইপিএল ২০২৩-এ ৩টি শতরান সহ ৮৯০ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরার হয়েছেন। গিলকে প্রশংসায় পঞ্চমুখ সকলেই। এবার গিলকে বড় সার্টিফিকেট দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। সচিনে তেন্ডুলকরের সঙ্গে শুভমান গিলকে তুলনা করলেন কাইফ। একইসঙ্গে কোহলির মধ্যে খামতি থাকলেও, গিলের মধ্যে এখনও কোনও খামতি নেই বলেও জানিয়েছেন ন্যাটওয়েস্ট জয়ের তারকা।
এক সাক্ষাৎকারে মহম্মদ কাইফ জানিয়েছেন,”গিল একজন পারফেক্ট ব্যাটার। অনেকটা সচিন তেন্ডুলকরের মত। শুভমন গিলের ব্যাটিং কৌশল ও সচিনের মধ্যে অনেক মিল রয়েছে। এই সময় ওকে আউট করা সত্যি খুব কঠিন বিষয়। আমি মনে করি ওর খেলায় কোন দুর্বলতা নেই। বোলাররা এখনও কোনও গিলের দুর্বলতা খুঁজে পাইনি। সচিনেরও যেমনটা ছিল। বিরাট কিংবদন্তী হলেও ওর মধ্যে দুর্বলতা রয়েছে। যা ওকে একাধিকবার সমস্যায় ফেলেছে। ২০১৪ সালে ও যখন ইংল্যান্ডে যায, সেই সময় পুরোপুরি ব্যর্থ হয়। জেমস অ্যান্ডারসন ওকে খুব সমস্যায় ফেলে। অফ স্টাম্পের বাইরের বলে বারবার খোঁচা দিয়ে আউট হয়েছিল বিরাট। গিল পেস ও স্পিন দুটোই খুব ভাল খেলেন। ভাবিষ্যতের মহাতারকা।”
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, আগামি ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। মেগা ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ভারতীয় দলের ওপেনে বড় ভরসা শুভমান গিল। সাদা বলের পর এবার লাল বলের ক্রিকেটেও নিজের দুরন্ত ফর্ম ধরে রেখে বড় রান করতে মুখিয়ে রয়েছেন শুভমান গিল। তরুণ তারকা ব্যাটে অজি শাসন দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট প্রেমি ও গিলের ফ্যানেরা।
বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final 2023, IND vs AUS: কোহলিকে অপমান করে গিলের প্রশংসা! সচিন ও শুভমানকে একই আসনে বসালেন ভারতীয় তারকা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement