WTC Final 2023: IND vs AUS: জন্টিকে মনে করাল গ্রিন! অবিশ্বাস্য ক্যাচে আউট রাহানে, ভিডিও দেখলে চমকে যাবেন

Last Updated:

WTC Final 2023: IND vs AUS: তৃতীয় দিনের প্রথম সেশনেই অজিঙ্কে রাহানের অর্ধশতরান করার পাশাপাশি দুই ভারতীয় তারকা নিজেদের শতরানের পার্টনারশিপও পূরন করে ফেলে। কিন্তু লাঞ্চের পর ক্যামেরন গ্রিনের অতিমানবীয় ক্যাচে রাহানে সাজঘরে ফেরার সঙ্গে সঙ্গে ফের ব্যাকফুটে ভারত।

ওভাল: প্রথম ২ দিন ব্যাকফুটে থাকার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনে লড়াইয়ে ফেরার চেষ্টা করছিল ভারতীয় দল। শুক্রবার সকালে শুরুতেই কেএস ভরতের উইকেট হারালেও অজিঙ্কে রাহানে ও শার্দুল ঠাকুরের ব্যাট অস্ট্রেলিয়ার আগুনে পেস অ্যাটাকের চোখে চোখ লড়াই করছিল। প্রথম সেশনেই অজিঙ্কে রাহানের অর্ধশতরান করার পাশাপাশি দুই ভারতীয় তারকা নিজেদের শতরানের পার্টনারশিপও পূরন করে ফেলে। কিন্তু লাঞ্চের পর ক্যামেরন গ্রিনের অতিমানবীয় ক্যাচে রাহানে সাজঘরে ফেরার সঙ্গে সঙ্গে ফের ব্যাকফুটে ভারত।
তৃতীয় দিনের সকালে ভরতের আউটের পর উইকেট বাঁচানোর পাশাপাশি বাজে বলে প্রহার বলে করতে পিছ পা হননি দুই ব্যাটার। ১৫২ রানে ছয় উইকেট থেকে অনেকটা ঘুড়ে দাঁড়ায় ভারত। তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ভারতের স্কোর ছিল ২৬০ রানে ৬ উইকেট। অস্ট্রেলিয়ার থেকে তখনও ২০৯ রানে পিছিয়ে ভারত। ৮৯ রানে অপরাজিত রয়েছেন অজিঙ্কা রাহানে ও ৩৬ রানে অপরাজিত রয়েছেন শার্দুল ঠাকুর। লাঞ্চের পর এই তারকার ব্যাটে আরও বড় পার্টনারশিপের আশা করছিল ভারতীয় ফ্যানেরা।
advertisement
advertisement
মধ্যাহ্ন বিরতির পর ফের ঠান্ডা মাথা শুরু করেন রাহানে ও শার্দুল। কিন্তু প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের বলে গালি ও পয়েন্টর মাঝ দিয়ে খেলতে গিয়ে ক্যামেরন গ্রিনের হাতে দিয়ে বসেন অজিঙ্কে রাহানে। অন্য পাঁচটা দিন হলে হয়চো গালিতে দাঁড়িয়ে ওই ক্যাচটা কারও পক্ষেই ধরাটা একেবারই সহজ হত না। কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয়। রাহানের বিদ্যুৎ গতির শট শরীর ছুড়ে দিয়ে অবিশ্বাস্য বাজপাখির মত ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন। ৮৯ রানে আউট হন রাহানে।
advertisement
ক্যামেরন গ্রিনের এমন অবিশ্বাস্য ক্যাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। মাঠে ধারাভাষ্যকারও বলতে থাকেন এমন ক্যাচ সারা দিন রিক্যাপ দেখানো যায়। ক্যামেরন গ্রিনকে এমন অবিশ্বাস্য ক্যাচ ধরার জন্য শুভেচ্ছা জানান সকল অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এই ক্যাচ ভারতের কাছ থেকে ম্যাচ কেড়ে নিতে পারে বলেও মনে করছেন ক্রিকেট বিষেজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final 2023: IND vs AUS: জন্টিকে মনে করাল গ্রিন! অবিশ্বাস্য ক্যাচে আউট রাহানে, ভিডিও দেখলে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement