Wrestling Anurag Thakur: প্রতিবাদ তুলে নিলেন সাক্ষী, বজরংরা, তদন্ত এবং ভোট নিয়ে এল চূড়ান্ত আপডেট
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
দিল্লি: কুস্তিগীরদের কথা দিলেন অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী প্রায় ছয় ঘন্টা ম্যারাথন বৈঠক করেন প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে। ইন্টার্নাল কমপ্লেন কমিটি প্রধান হিসেবে মহিলাকে দায়িত্ব দেওয়া হোক এমন চাহিদা ছিল। অনুরাগ জানিয়েছেন ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাচন শেষ হবে ৩০ জুনিয়র মধ্যে। মঙ্গলবার ব্রিজভূষণের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশ।
অভিযুক্ত কুস্তিকর্তার উত্তরপ্রদেশের বাড়িতে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করে তারা। দীর্ঘ দিন ধরেই ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করছেন কুস্তিগিরেরা। সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা এফআইআর করেছিলেন।
মঙ্গলবার রাত ১২টা ৪৭ মিনিটে টুইট করেন অনুরাগ। বুধবার মধ্যরাতের পর অনুরাগ টুইট করে লেখেন, কুস্তিগিরদের সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক সরকার।
advertisement
#WATCH | I had a long 6-hour discussion with the wrestlers. We have assured wrestlers that the probe will be completed by 15th June and chargesheets will be submitted. The election of WFI will be done by 30th June: Union Sports Minister Anurag Thakur after meeting wrestlers pic.twitter.com/9hySRefxNM
— ANI (@ANI) June 7, 2023
advertisement
সে কারণে আলোচনার জন্যে কুস্তিগিরদের কাছে আবার আমন্ত্রণ পাঠিয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কুস্তিগিরেরা দেখা করেছিলেন শনিবার। তার চার দিন পরে আবার সরকারের তরফে আগ্রহ দেখা গেল।অলিম্পিক্সের দুই পদকজয়ী বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং বেশ কয়েক জন কোচ বৈঠকে হাজির ছিলেন।
পরে সাক্ষী জানিয়েছিলেন, সাধারণ কথাবার্তা হয়েছে তাঁদের মধ্যে। কুস্তিকর্তা ব্রিজভূষণ সিংহকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। এবার অনুরাগ ঠাকুর এই কথা দেওয়ার পর সব ঠিকঠাক এগোয় কিনা সেটার উত্তর দিবে সময়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2023 7:37 PM IST