Wrestling Anurag Thakur: প্রতিবাদ তুলে নিলেন সাক্ষী, বজরংরা, তদন্ত এবং ভোট নিয়ে এল চূড়ান্ত আপডেট

Last Updated:
অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা বলার পর প্রতিবাদ তুলে নিলেন কুস্তিগীররা
অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা বলার পর প্রতিবাদ তুলে নিলেন কুস্তিগীররা
দিল্লি: কুস্তিগীরদের কথা দিলেন অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী প্রায় ছয় ঘন্টা ম্যারাথন বৈঠক করেন প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে। ইন্টার্নাল কমপ্লেন কমিটি প্রধান হিসেবে মহিলাকে দায়িত্ব দেওয়া হোক এমন চাহিদা ছিল। অনুরাগ জানিয়েছেন ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাচন শেষ হবে ৩০ জুনিয়র মধ্যে। মঙ্গলবার ব্রিজভূষণের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশ।
অভিযুক্ত কুস্তিকর্তার উত্তরপ্রদেশের বাড়িতে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করে তারা। দীর্ঘ দিন ধরেই ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করছেন কুস্তিগিরেরা। সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা এফআইআর করেছিলেন।
মঙ্গলবার রাত ১২টা ৪৭ মিনিটে টুইট করেন অনুরাগ। বুধবার মধ্যরাতের পর অনুরাগ টুইট করে লেখেন, কুস্তিগিরদের সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক সরকার।
advertisement
advertisement
সে কারণে আলোচনার জন্যে কুস্তিগিরদের কাছে আবার আমন্ত্রণ পাঠিয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কুস্তিগিরেরা দেখা করেছিলেন শনিবার। তার চার দিন পরে আবার সরকারের তরফে আগ্রহ দেখা গেল।অলিম্পিক্সের দুই পদকজয়ী বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং বেশ কয়েক জন কোচ বৈঠকে হাজির ছিলেন।
পরে সাক্ষী জানিয়েছিলেন, সাধারণ কথাবার্তা হয়েছে তাঁদের মধ্যে। কুস্তিকর্তা ব্রিজভূষণ সিংহকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। এবার অনুরাগ ঠাকুর এই কথা দেওয়ার পর সব ঠিকঠাক এগোয় কিনা সেটার উত্তর দিবে সময়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Wrestling Anurag Thakur: প্রতিবাদ তুলে নিলেন সাক্ষী, বজরংরা, তদন্ত এবং ভোট নিয়ে এল চূড়ান্ত আপডেট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement