তার কেরিয়ারে প্রিয় 'ঝুলুদি-র' অনেক অবদান, স্মৃতিচারনায় ডব্লুউপিএল কাঁপানো বাংলার সাইকা ইশাক

Last Updated:

মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের হ্যাটট্রিক ও লিগ টেবিলের শীর্ষে থাকার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বঙ্গ তনয়া। ইতিমধ্যেই ৩ ম্যাচে ৯টি উইকেটে নিয়ে এখনও পর্যন্ত প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। পার্পল ক্যাপ বাংলার সাইকার মাথায়।

সাইকা ইশাক
সাইকা ইশাক
মুম্বই: মহিলা আইপিএলে কলকাতার দল না থাকলেও বাংলার মান-সম্মান রক্ষার দায়িত্ব যেন একাই নিজের কাঁধে তুলে নিয়েছে সাইকা ইশাক। তার বাঁ-হাতি স্পিনের ভেলকিতে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচেই কুপকাত হয়েছে দেশ-বিদেশের তাবড় তাবড় ব্যাটার। মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের হ্যাটট্রিক ও লিগ টেবিলের শীর্ষে থাকার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বঙ্গ তনয়া। ইতিমধ্যেই ৩ ম্যাচে ৯টি উইকেটে নিয়ে এখনও পর্যন্ত প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। পার্পল ক্যাপ বাংলার সাইকার মাথায়।
মেয়েদের আইপিএলের অভূতপূর্ব সাফল্যের পর ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন সাইকা। তবে সাফল্যের দিনে তিনি অতীতকে ভুলে যাননি। মনে রেখেছেন তাঁর ক্রিকেটে কেরিয়ারে যাদের অবদান রয়েছে তাদের কথা। সাইকা জানিয়েছেন তাঁর ছোটবেলার কোচ শিবসাগর সিংয়ের পাশাপাশি তারা কেরিয়ারে প্রাক্তন ভারতীয় কিংবদন্তী পেসার ঝুলন গোস্বামীর বড় অবদান রয়েছে। প্রিয় ঝুলুদিই যে তাকে একসময় তাকে প্রথম ক্রিকেট কিট ব্যাট কিনে দিয়েছিলেন সেই কথা জানান সাইকা।
advertisement
advertisement
এক সাক্ষাৎকারে নিজের ক্রিকেট কেরিয়াক নিয়ে বলতে গিয়ে সাইকা ইশাক বলেন,“ঝুলুদি আমাকে আমার প্রথম ক্রিকেট কিট দিয়েছিল। ছেলেবেলা থেকেই তিনি আমাকে গাইড করেছেন এবং আমাকে সমর্থন করেছেন। আমার কেরিয়ারে তাঁর বিরাট অবদান রয়েছে। কেরিয়ারের শুরু থেকেই নানাভাবে আমাকে সাহায্য করেছেন ঝুলুদি।" মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মহলা আইপিএলে খেলে যে তিনি সাফল্য পাচ্ছেন তার জন্য অধিনায়ক হরমনপ্রীাত কউর, বোলিং কোচ ঝুলন গোস্বামী ও হেড কোচ শার্লট এডওয়ার্ডসের পাশে থাকা ও আত্মবিশ্বাস বাড়ানোকেও কৃতিত্ব দিয়েছেন সাইকা।
advertisement
প্রসঙ্গত, মহিলা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে চার উইকেট নিয়েছিলেন সাইকা ইশাক। পরের ম্যাচে নিয়েছিলেন দুটি উইকেট। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন বাংলার বাঁ হাতি স্পিনার। দিল্লির বিরুদ্ধে তাঁর শিকারের তালিকায় রয়েছে মেগ ল্যানিং, শেফালি ভার্মা ও জেমাইমা রড্রিগেজের মত তারকা ব্যাটাররা। এই ধারাবাহিকতা ধরে রাখতে চান সাইকা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, সাইকা প্রথম তিন ম্যাচে পারফরম্যান্সেই ভারতীয় দলের দরজায় কড়া নেরে দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
তার কেরিয়ারে প্রিয় 'ঝুলুদি-র' অনেক অবদান, স্মৃতিচারনায় ডব্লুউপিএল কাঁপানো বাংলার সাইকা ইশাক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement