WPL 2023: অপ্রতিরোধ্য মুম্বই ইন্ডিয়ান্স, হরমনপ্রীত ও ন্যাট স্কিভারের তাণ্ডবে ৮ উইকেটে ইউপি বধ

Last Updated:

WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগে ছুটেই চলেছে মুম্বই ইন্ডিয়ান্সের রথের চাকা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ইউপি। রান তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই।

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে ছুটেই চলেছে মুম্বই ইন্ডিয়ান্সের রথের চাকা। যা থামাতে পারল না ছন্দে থাকা ইউপি ওয়ারিয়র্সও। হরমনপ্রীত কউরের দলকে অপ্রতিরোধ্য বললেও কম বলা হবে। ইউপির বিরুদ্ধে ব্যাটে-বলে ধারাবাহিক পারফরম্যান্স করে ৮ উইকেটে একতরফা জয় পেল মুম্বই। ইউপির বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরান করলেন এমআই অধিনায়কও। টানা চার ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স।
এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইউপি অধিনায়ক অ্যালিসা হেলি। এদিন দেবিকা বৈদ্য ও কিরণ নভগির ব্যাটিংয়ে ব্যর্থ হলেও অ্যালিসা হেলি ও তাহিলা ম্যাকগ্রা মিলে দলের ইনিংসের রাশ ধরেন। দুজন মিলে দুরন্ত ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপও করেন। নিজেদের অর্ধশতরানও পূরণ করেন তারা। ৪৬ বলে ৫৮ রান করে আউট হন হেলি। ৩৭ বলে ৫০ করে আউট হন ম্যাকগ্রা। ৫৮ থেকে দলের স্কোরকে ১৪০-এ পৌছে দেন অ্যালিসা হেলি ও তাহিলা ম্যাকগ্রা।
advertisement
কিন্তু হেলি ও ম্যাকগ্রা আউট হতেই পরের দিকে কোনও ব্যাটার সেইভাবে দাগ কাটতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ইউপি। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অনবদ্য বোলিং করেন সাইকা ইশাক। ৩ উইকেট নেন তিনি। প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারীও এই বঙ্গতনয়া বাঁ হাতি স্পিনার। এছাড়া মুম্বইয়ের হয়ে দুটি উইকেট নেন অ্যামেলিয়া কের। একটি উইকেট নেন হেইলি ম্যাথিউজ।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই দুই মুম্বই ইন্ডিয়ান্স ওপেনার যস্তিকা ভাটিয়া ও হেইলি ম্যাথিউজ। মারকাটারি ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন দুজনে। পঞ্চম ওভারে হেইলির আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্কও তৈরি হয়। ইউপির এলবি-র আপিলে নট দেন ফিল্ড আম্পায়ার। ডিআরএস নেয় ইউপি। ডিআরএস দেখে আউট দেন থার্ড আম্পায়ার। সেই সিদ্ধান্তকে ফের ডিআরএস নিয়ে পাল্টা চ্যালেঞ্জ করেন ম্যাথিউজ। তখন দেখা যায় তিনি নট আউট। তবে দলের ৫৮ রানে পরপর সাজঘরে ফেরেন দুই মুম্বই ওপেনার।
advertisement
এরপর দলের ইনিংসের রাশ ধরেন ন্যাট স্কিভার ও হরমনপ্রীত কউর। দুজন মিলেই আক্রমণাত্মক ইনিংস খেলেন। এই দুই তারকা ব্যাটারের একের পর এক শটের কোনও জবাব ছিল না ইউপির ব্যাটারদের কাছে। শতরানের পার্টনারশিপ করে দলের জয় নিশ্চিৎ করে দেন হরমনপ্রীত ও ন্যাট স্কিভার। নিজের অর্ধশতরানও করেন মুম্বই অধিনায়ক। শেষ পর্ন্ত ১৫ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই। ৩৩ বলে ৫৩ করে হরমনপ্রীত ও ৩১ বলে ৪৫ করে অপরাজিত থাকেন ন্যাট স্কিভার।
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023: অপ্রতিরোধ্য মুম্বই ইন্ডিয়ান্স, হরমনপ্রীত ও ন্যাট স্কিভারের তাণ্ডবে ৮ উইকেটে ইউপি বধ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement