WPL 2023 Auction: মহিলা আইপিএল নিলামে চমক দিতে পারে তিতাস সাধু, দেখে নিন তাঁর ক্রিকেট প্রোফাইল

Last Updated:

WPL 2023 Auction: প্রথম মহিলা আইপিএল নিলামে বাংলা থেকে যে মহিলা ক্রিকেটাররা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন অনুর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ জয়ী পেসার তিতাস সাধু। বিশ্বকাপে ফাইনালে ম্যাচের সেরা হওয়া তিতাসের জন্য ফ্র্যাঞ্চাইসিরা যে বড় দর হাঁকাবে সেটা নিশ্চিৎ।

তিতাস সাধু
তিতাস সাধু
কলকাতা: সোমবার প্রথম মহিলা আইপিএল উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা নিলাম। ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন যুগের শুরু হিসেবে দেখা হচ্ছে এই মহিলা আইপিএলকে। মেগা নিলামে ভাগ্য নির্ধারণ হবে দেশ-বিদেশের একাধিক ক্রিকেট তারকার। আর নিলামে বাংলা থেকে যে মহিলা ক্রিকেটাররা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন অনুর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ জয়ী পেসার তিতাস সাধু। বিশ্বকাপে ফাইনালে ম্যাচের সেরা হওয়া তিতাসের জন্য ফ্র্যাঞ্চাইসিরা যে বড় দর হাঁকাবে সেটা নিশ্চিৎ।
ছেলে বেলা: ২০০৪ সালে ২৯ সেপ্টেম্বর হুগলির চুঁচুড়ায় জন্ম তিতাস সাধুর। খেলাধুলোরা পাশাপাশি লেখাপড়তেও ছোট বেলার থেকেই ভালো ছিলেন তিতাস। বাবা রনজিৎ সাধু নিজেও ছিলেন অ্যাথলিট। কাকা-কাকিমাও খেলাধুলোর সঙ্গে যুক্ত। ফলে ছোট থেকেই খেলার পরিবেশে বড় হয়েছেন তিতাস। প্রথমে আমি দৌড়, তারপর সাঁতার দিয়ে শুরু করলেও ক্রিকেটের প্রতি অন্য রকম ভালবাসা অনুভব করেন তিতাস। মেয়ের ইচ্ছের দাম দেয় পরিবারও।
advertisement
ক্রিকেট কেরিয়ার: স্থানীয় অ্যাকাডেমি থেকেই তিতাসের হাতেখড়ি। তিতাসের প্রতিভা প্রথম নজরে পড়ে বাংলার রঞ্জি দলের প্রাক্তন ক্রিকেটার প্রিয়ঙ্কর মুখোপাধ্যায়ের। তারপর থেকেই গড়ে তোলার কাজ শুরু করেন তিনি। মহিলা ক্রিকেটার হলেও তিতাসকে নিয়মিত ছেলেদের সঙ্গে খেলাতেন কোচ। ২০১৬-১৭ মরশুমে বাংলার মহিলা দলের বোলিং কোচ ছিলেন শিবশঙ্কর দাস। সেই সময় কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায় প্রথম শিবশঙ্করের কাছে নিয়ে যান তিতাসকে।
advertisement
advertisement
তারপর আর ফিরে তাকাতে হয়নি। বাংলা মহিলা দলের হয়ে খেলার পরই অনুর্ধ্ব ১৯ জাতীয় দলে সুযোগ পান তিতাস। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া স্বপ্ন ছিল বঙ্গতনয়ার। সেই স্বপ্ন পূরণ করতে পেরে খুশি এই ডানহাতি পেসার। অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তিতাস। ইতিমধ্যেই তার সঙ্গে তুলনা শুরু হয়েছে কিংবদন্তী ঝুলন গোস্বামীর। প্রথম মহিলা আইপিলেও খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিতাস।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023 Auction: মহিলা আইপিএল নিলামে চমক দিতে পারে তিতাস সাধু, দেখে নিন তাঁর ক্রিকেট প্রোফাইল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement