World Cup Indian Womens Cricket Team: বিশ্বজয়ী হরমনদের সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির, দ্রৌপদী মুর্মুকে জার্সি উপহার দিলেন ক্যাপ্টেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
World Cup Indian Womens Cricket Team: দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন হরমনপ্রীতরা। ঐতিহাসিক এই সাফল্যে এখন সেলিব্রেশনের মুডে অসমুদ্রহিমাচল।
নয়াদিল্লি: বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, দিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দলের জার্সি উপহার দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে মহিলা বিশ্বকাপজয়ী ভারতীয় দল।
দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন হরমনপ্রীতরা। ঐতিহাসিক এই সাফল্যে এখন সেলিব্রেশনের মুডে অসমুদ্রহিমাচল। গোটা দলের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই।
advertisement
#WATCH | Harmanpreet Kaur, the Captain of the World Cup-winning Indian Women’s Cricket Team, presents the team jersey to President Droupadi Murmu at Rashtrapati Bhavan in Delhi pic.twitter.com/iAKDtEaYc7
— ANI (@ANI) November 6, 2025
advertisement
কয়েকদিন পরে হয়তো বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হবে। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় দলের সঙ্গে দেখা করবেন। সেকারণে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বুধবার সন্ধে ৬টা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন জেমাইমা রডরিগেজরা।
আরও পড়ুন: রাজ্য সরকারের ফ্রি-শিপ স্কলারশিপ, ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসির মতো প্রযুক্তিগত কোর্স এবার বিনামূল্যে! জানুন
রাষ্ট্রপতির সঙ্গে এদিনের সাক্ষাতের পর এবার যে যাঁর বাড়িতে ফিরবেন ক্রিকেটাররা। উল্লেখ্য, ভারত জেতার পর এক্স হ্যান্ডেলে উইমেন ইন ব্লুকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাষ্ট্রপতি। এবার সামনাসামনি হরমনপ্রীতদের অভিনন্দন জানালেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2025 4:58 PM IST

