হোম /খবর /খেলা /
আর্জেন্টিনা -ফ্রান্স দুই দলই খেলেছেন তাঁর বাঁশির ফুঁ-তে ফাইনাল পরিচালনায় ইনি !

World Cup Final: আর্জেন্টিনা -ফ্রান্স দুই দলই খেলেছেন তাঁর বাঁশির ফুঁ-তে ফাইনাল পরিচালনার দায়িত্বে ‘এই’ রেফারি

World Cup Final: Poland's Szymon Marciniak to referee Argentina vs France match- Photo-AP

World Cup Final: Poland's Szymon Marciniak to referee Argentina vs France match- Photo-AP

রবিবার ১৮ ডিসেম্বর মেগা ফাইনালের দিনে একটা দারুণ স্বপ্ন নিয়ে মাঠে নামবেন লিওনেল মেসি৷ খেতাব রক্ষার লড়াইতে নামা ফ্রান্সও এদিন এমব্যাপে, জিরুদের নিয়ে নজির গড়তে নামবে৷

  • Share this:

#লুইসেল: ২০২২ বিশ্বকাপের ফাইনাল খেলাবেন পোল্যান্ডের রেফারি সিজমন মারসিনিয়াক (Szymon Marciniak)৷ রবিবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচে বাঁশি হাতে কন্ট্রোলের দায়িত্ব থাকবে তাঁর হাতেই৷

আরও পড়ুন -  বিশ্বকাপ ফুটবল ফাইনালে ফ্রান্সের জন্য গলা ফাটাবে চন্দননগর, তৈরি মিষ্টির বিশাল এমব্যাপে

 ফাইনালে আর্জেন্টিনার সামনে কড়া প্রতিপক্ষ৷ খেতাব রক্ষার লড়াইতে নামা ফ্রান্সও এদিন এমব্যাপে, জিরুদের নিয়ে নজির গড়তে নামবে৷ পেলে ২১ বছরে যে নজির গড়েছিলেন তারপর কিলিয়ান এমব্যাপের সামনে সেই হাতছানি৷ কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে পরপর দুটি বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জ ফরাসি তরুণ তুর্কির সামনে৷ এমব্যাপে এখন মাত্র ২৩ বছরের৷ দুটি দলই নিজেদের সেরা অ্যাচিভমেন্টের থেকে আর মাত্র ৯০ মিনিট দূরে৷ আর এই ৯০ মিনিটে এই দুই তারকাখচিত দল ছাড়া যাঁর ওপর সবচেয়ে বেশি লাইমলাইট থাকবে তিনি হলেন পোল্যান্ডের রেফারি সিজমন মারসিনিয়াক (Szymon Marciniak)৷
কে এই মেগা ম্যাচের রেফারি ?
সিজমন মারসিনিয়াক বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে৷ ১৯৮১ -র ৭ জানুয়ারি জন্মদিন এই রেফারির৷ ৪১ বছরের ফিফা লিস্টে থাকা এই আধিকারিক ২০১৩ থেকে ম্যাচ পরিচালনা করেছেন৷ আর পোলিশ টপ লিগে তিনি ম্যাচ পরিচালনা করছেন ২০০৯ থেকে৷
বিশ্বকাপ ২০২২ -র আর কোন কোন ম্যাচ তিনি পরিচালনা করেছেন?
তারিখক্রীড়াসূচিপর্ব
২৬ নভেম্বরফ্রান্স (২)- ডেনমার্ক (১)গ্রুপ -ডি
৩ ডিসেম্বরআর্জেন্টিনা (২)- অস্ট্রেলিয়া (১)শেষ ১৬

সিজমন মারসিনিয়াক গ্রুপ স্টেজের ম্যাচে তিনি ফ্রান্স বনাম ডেনমার্ক ম্যাচ দক্ষতার সঙ্গে পরিচালনা করছিলেন৷ পাশাপাশি অস্ট্রেলিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচেও তিনি ম্যাচের রাশ ঢিলে হতে দেননি৷ তিনি পাঁচটি হলুদ কার্ড দেখিয়েছেন, কোনও লাল কার্ড দেখাননি৷ এমনকি বিশ্বকাপের দুটি ম্যাচে কোনও পেনাল্টিও এখনও অবধি দেননি৷
Published by:Debalina Datta
First published:

Tags: Argentina, Fifa world Cup 2022, France