World Cup 2023 Semi Final: সেমিফাইনালের আগে ১০ রেকর্ড গড়ল ভারত, এক ঝলকে দেখে নিন সেই সকল নজির

Last Updated:

World Cup 2023 Team India Create 10 Records: নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে ম্যাচে ১৬০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে একগুচ্ছ রেকর্ড গড়েছে ভারত। এক ঝলকে দেখে নিন সেই সকল নজির।

এক ঝলকে দেখে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।
এক ঝলকে দেখে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।
বেঙ্গালুরু: নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে ম্যাচে ১৬০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে টানা ৯ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টপার হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে ভারত। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের ফলে একগুচ্ছ রেকর্ড গড়েছে ভারত। এক ঝলকে দেখে নিন সেই সকল নজির।
১. বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে কোনও ম্যাচে একটি দলের প্রথম পাঁচ ব্যাটারই ৫০ বা তার বেশি রান করে ফেলল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি। শতরান করলেন কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার।
advertisement
advertisement
২. বিশ্বকাপের ভারতের সর্বোচ্চ স্কোর ৪১৩। ২০০৭ বিশ্বকাপে বারমুডার বিরুদ্ধে করেছিল টিম ইন্ডিয়া। রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪১০ রান করে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করল মেন ইন ব্লু-রা।
৩. এক বিশ্বকাপে ভারত অধিনায়ক হিসেবে সর্বোচ্চ স্কোর ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ২০০৩ বিশ্বকাপে ৪৬৫ রান করেছিলেন সৌরভ। সেই রেকর্ড নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভেঙে দিলেন রোহিত শর্মা। ৫০০ রান পেরিয়ে গেলেন হিটম্যান।
advertisement
৪. ২০২৩ সালে স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও খেলেছেন ৫১ রানের ঝকঝকে ইনিংস। এই ইনিংসের সুবাদে এক বছরে সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২ হাজার রানের মাইলস্টোন পেরিয়ে গেলেন গিল।
৫. নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল মোট ২০৮ রানের পার্টনারশিপ করেন। যা বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সবথেকে বড় পার্টনারশিপ। প্রথম স্থানে রয়েছে ১৯৯৯ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের করা ৩১৮ রানের পার্টনারশিপ।
advertisement
৬. নেদারল্যান্ডসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করে এই বিশ্বকাপে সাতটি ৫০ করে ফেললেন বিরাট কোহলি। এক্ষেত্রেও সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁলেন কোহলি। ২০০৩ সালে এক বিশ্বকাপে ৭টি অর্ধশতরান করে শীর্ষে ছিলেন মাস্টার ব্লাস্টার।
৭. বিশ্বকাপের ইতিহাসে ভারতের হয় দ্রুততম শতরান করার রেকর্ড গড়লেন কেএল রাহুল। ডাচদের বিরুদ্ধে ৬২ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন রাহুল। এই রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে। এই বিশ্বকাপেই আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেছিলেন রোহিত।
advertisement
৮. এর আগে বিশ্বকাপে ভারতের উইকেটকিপার হিসেবে শতরান করার রেকর্ড ছিল রাহুল দ্রাবিড়ের। ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন রাহুল। এদিন দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সেই লিস্টে নাম তুললেন কেএল রাহুল।
৯. ওডিআই ক্রিকেটের ইতিহাসে ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক এমএস ধোনিকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা। ওডিআইতে এমএস ধোনির মোট রান ১০ হাজার ৫৯৯। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের পর রোহিত শর্মার মোট রান হল ১০ হাজার ৬১২।
advertisement
১০. এতদিন পর্যন্ত নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোনও ভারতীয় ক্রিকেটারের সেঞ্চুরি করার রেকর্ড ছিল না। সেই তালিকায় বেঙ্গালুরুতে প্রথম ব্যাটার হিসেবে জায়গা করে নিলেন শ্রেয়স আইয়া। কিছু সময়ের মধ্যেই দ্বিতীয় ব্যাটার হলেন কেএল রাহুল।
advertisement
প্রসঙ্গত, নেদারল্যান্ডস ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪১০ রানের বিশাল স্কোর করে ভারত। দলের হয়ে জোড়া শতরান করেন শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল। এছাড়া অর্ধশতরান করেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমান গিল। ভারতের ৪১১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৪৭.৫ ওভারে ২৫০ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস।
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2023 Semi Final: সেমিফাইনালের আগে ১০ রেকর্ড গড়ল ভারত, এক ঝলকে দেখে নিন সেই সকল নজির
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement