World Cup 2023: কোন অঙ্কে এখনও সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান? রইল অবাক করা সমীকরণ

Last Updated:

World Cup 2023 Pakistan can still go to the semi final: শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের সহজ জয়ে মাথায় হাত পড়ল পাকিস্তানের। একতরফা ম্যাচে যেভাবে শ্রীলঙ্কাকে দুরমুশ করল নিউজিল্যান্ড তাতে বাবর আজমদের সেমিতে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেল।

পাকিস্তান ক্রিকেট দল
পাকিস্তান ক্রিকেট দল
এক তরফা ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে কার্যত বিশ্বকাপের সেমি ফাইনালের টিকিট পাকা করে ফেলল নিউজিল্যান্ড। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ১৬০ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে কিউইরা। নিউজিল্যান্ডের জয়ের ফলে পাকিস্তান দলের মাথায় হাত পড়ে গিয়েছে। বিগত কয়েক দিনে বাবরদের সেমি ফাইনালে ওঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল বাবর আজমদের, তা নিউজিল্যান্ডের জয়ের পর কার্যত শেষ।
তবে অঙ্কের বিচারে খাতায় কলমে এখনও সেমি ফাইনালে যাওয়ার আশা রয়েছে পাকিস্তানের। তবে বাবর আজম- শাহিন আফ্রিদিদের সেমিফাইনালে ওঠার অঙ্ক বা সমীকরণ জানলে অবাক হবেন আপনিও। পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে তাদের কমপক্ষে ২৮৭ রানের ব্যবধানে জিততে হবে। পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে ৩০০ রান করে তাহলে ইংল্যান্ডকে অলআউট করতে হবে ১৩ রানে। আর ৪০০ করলে ইংল্যান্ডের ইনিংস শেষ করতে হবে ১১২ রানে। পাকিস্তান ৪৫০ বা ৫০০ করলে ইংল্যান্ডকে ১৬২ বা ২১১ রানে অলআউট করতে হবে।
advertisement
প্রথমে ব্যাট করে ৪০০ বা আরও বড় স্কোর করলে যাও কিছু সুযোগ রয়েছে পরে ব্যাট করলে সেই টুকু সুযোগও নেই পাকিস্তানের। আর যদি ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তাহলে ৫০ রানে অলআউট করতে হবে ও পাকিস্তানকে রান করতে হবে ২ ওভারে। ১০০-তে বাটলারদের অলআউট করতে পারলে সেই রান করতে হবে ৩ ওভারে। ফলে এই সমীকরণ পূরণ করা একেবারেই সহজ নয় পাকিস্তানের জন্য।
advertisement
advertisement
প্রসঙ্গত, এই জয়ের ফল ৯ ম্যাচে ৫ জয় নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকল নিউজিল্যান্ড। নেট রানরেট +০.৭৪৩। অপরদিকে, ১ ম্যাচ কম খেলে ৮ ম্যাচে ৪ জয় নিয়ে পাকিস্তানের পয়েন্ট ৮। বাবরদের নেট রানরেট +০.০৩৬। ফলে বাবরদের থেকে অনেকটাই এগিয়ে গেল উইলিয়ামসনরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2023: কোন অঙ্কে এখনও সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান? রইল অবাক করা সমীকরণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement