World Cup 2023 India vs Netherlands: বেঙ্গালুরুতে টস জিতে ব্যাটিং ভারতের, দেখে নিন কারা খেলছেন প্রথম একাদশে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
World Cup 2023 India vs Netherlands: ব্যাটে-বলে একশো শতাংশ সেরা পারফরম্যান্স দিয়ে টানা আট ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া। রবিবার গ্রুপের শেষ ম্যাচে ভারতের লক্ষ্য ৯-এ ৯।
বেঙ্গালুরু: টানা ৮ ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে সবার আগে জায়গা পাকা করেছে ভারতীয় দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রবিবার ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই ম্যাচের ফলাফল যাই হোক পয়েন্ট টেবিলে শীর্ষেই থাকবে টিম ইন্ডিয়া। কার্যত নিয়মরক্ষার ম্যাচ হলেও সেমিফাইনালের আগে ডাচদের বিরুদ্ধে ম্যাচকে হাল্কাভাবে নিতে নারাজ রোহিত শর্মা-বিরাট কোহলিরা। সেমির আগে ৯-এ ৯ টার্গেট ভারতের।
বেঙ্গালুরুতে টস ভাগ্য সাথ দিল রোহিত শর্মার। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক। ব্যাটারদের সেমিফাইনালের আগে পুরো ব্যাটিং অনুশীলন দিতেই ও ফ্লাড লাইটে ভারতীয় পেসাররা যাত আরও একবার ঝালিয়ে নিতে পারে সেই কারণেই এই সিদ্ধান্ত বলে মত ক্রিকট বিশেষজ্ঞদের। আর সেমির আগে দলে কোনও পরিবর্তন করেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
advertisement
advertisement
এক ঝলকে দেখে নিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ: শুবমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
🚨 Toss Update 🚨#TeamIndia win the toss & elect to bat in Bengaluru and remain unchanged!
Follow the match ▶️ https://t.co/efDilI0KZP#CWC23 | #MenInBlue | #INDvNED pic.twitter.com/CX956WgHiO
— BCCI (@BCCI) November 12, 2023
advertisement
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে ডাচদের প্রথম একাদশ: ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), ব্যাস ডি লিড, তেজা নিদামানুরু, লগান ভ্যান বিক, ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেন।
advertisement
প্রসঙ্গত, বর্তমানে লিগ টেবিলে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ভারতীয় দল। গ্রুপের শেষ ম্যাচ জিতলে ১৮ হবে। সেমিফাইনালে ভারতীয় দলের প্রতিপক্ষও ঠিক হয়ে গিয়েছে। আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2023 1:45 PM IST