বিশ্বচ্যাম্পিয়নদের ছুটি! বিশ্বকাপে বড় অঘটন, বাংলাদেশের পর আরেক দেশ 'আউট'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Aus vs Eng: গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেল।
নয়াদিল্লি: আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের লজ্জাজনক পারফরম্যান্স অব্যাহত। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর টুর্নামেন্টে তাদের যাত্রা শেষ।
প্রথমে ব্যাট করে অজিরা মারনাস ল্যাবুসচেনের ফিফটির সৌজন্যে ২৮৬ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৩ ওভারে ২৫৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ৩৩ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে তাদের দাবি শক্তিশালী করল।
ইংল্যান্ড এবারের বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল এই হারের পর। ভারতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটি ছিল নিজেদের বাঁচানোর শেষ সুযোগ।
advertisement
advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তাদের শুরুটা ভালো হয়নি। ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার ফ্লপ। স্টিভ স্মিথ ৪৪ রানের ইনিংস খেলেন। মারনাস লাবুসচেন ৭১ রানের ইনিংস খেলে দলকে শক্তি ভিতে দাঁড় করান।
আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে বদল!ভাঙবে উইনিং কম্বিনেশন?রইল সম্ভাব্য একাদশ
লোয়ার অর্ডারে ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস দলকে ২৮৬ রান পর্যন্ত নিয়ে যেতে অবদান রাখেন। অস্ট্রেলিয়ার দেওয়া ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৬ রানে ৪টি উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড।
advertisement
এর পর ইনিংসের হাল ধরেন মঈন আলি ও বেন স্টোকস। দুজনেই স্কোর ১৬৯ রানে নিয়ে যান। স্টোকস ৬৪ রান করে ফিরে যান। এর পর উইকেট পড়তে থাকে এবং ইংল্যান্ডের জয়ের আশা ক্ষীণ হয়ে যায়।
অ্যাডাম জাম্পা আবারও অস্ট্রেলিয়ার হয়ে ধ্বংসযজ্ঞ চালান এদিন। এছাড়া অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক নেন ২টি করে উইকেট।
advertisement
২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতা ইংল্যান্ড এবারের টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বিদায় নিল। ৭টি ম্যাচ খেলার পর তারা মাত্র ১টি ম্যাচ জিতেছে।
আরও পড়ুন- সারা-শুভমানের গলা জড়ানো ছবি! সত্যি ঘটনা? আসল খবর শুনলে ছিঃ ছিঃ করবেন
বাকি দুই ম্যাচ জিতলেও শুধু সম্মান বাঁচাতে পারবে ইংল্যান্ড। বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Nov 04, 2023 11:49 PM IST







