সারা-শুভমানের গলা জড়ানো ছবি! সত্যি ঘটনা? আসল খবর শুনলে ছিঃ ছিঃ করবেন

Last Updated:

Sara Tendulkar: সারা ও শুভমানের গলা জড়ানো ছবি। এই ছবির আসল ঘটনা শুনলে আপনিও রেগে যেতে পারেন।

মুম্বই: তিনি সচিন তেন্ডুলকরের কন্যা। তাই কি তাঁর উপর সবার এত কড়া নজর! তাই জন্যই কি যে কেউ তাঁকে বিচার করছেন। তিনি কী করছেন, কী পরছেন, কী খাচ্ছেন, কার সঙ্গে ঘুরছেন, সব কিছুতে নেটিজেনদের এত নজর!
এমনিতেই গত কয়েক মাস ধরে তাঁর সঙ্গে শুভমান গিলের সম্পর্কের গুঞ্জন চলছে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে কাঁটাছেড়া। তবে তিনি এই নিয়ে কিছু বলছেন না। মনে মনে নিশ্চয়ই এই তীব্র আলোচনা নিয়ে বিরক্ত! তবে এবার সারা তেন্ডুলকরকে নিয়ে যা হল, তাতে আপনিও বিরক্ত হতে বাধ্য।
সারা ও শুভমান গিলের একটি ছবি ঘুরছে সোস্যাল মিডিয়ায়। সেই ছবিতে সারাকে দেখা যাচ্ছে শুভমানের গলা জড়ানো অবস্থায়। প্রথম দেখায় আপনিও হয়তো সেই ছবি দেখে চমকে উঠবেন। তবে আসল ঘটনাটা জেনে আপনার বিরক্তি চরমে উঠবে।
advertisement
advertisement
আরও পড়ুন- Hardik Pandya:বিশ্বকাপ থেকে ছিটকে গিলেন হার্দিক পান্ডিয়া,বদলে ভারতীয় দল বড় চমক!
আসলে সেটি একটি মরফড বা বিকৃত ছবি। সেই ছবি কেউ বা কারা ইচ্ছে করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। সস্তার প্রচারের লোভে। আর অনেকেই সেই ছবির সত্যতা যাচাই না করেই মতামত দিয়ে চলেছেন।
আসল ছবিটি সারা ও তাঁর ভাই অর্জুর তেন্ডুলকরের। তিনি ভাইয়ের গলা জড়িয়ে কোনও এক সময় সেই ছবিটি দিয়েছিলেন। আর সেই ছবিকেই বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হল। সারা ও শুভমানকে নিয়ে এর আগেও অনেক কথা রটেছে। তাঁরা ডেট করছেন কি না তা নিয়ে এখনই পাকা খবর দেওয়া মুশকিল।
advertisement
শুভমান এখন স্বপ্নের ফর্মে রয়েছেন। সারা ক্রিকেট অনুরাগী। বাবার সুবাদে তাঁর রক্তে ক্রিকেট। ফলে তাঁকে প্রায়ই মাঠে দেখা যায়। শুভমানের দুরন্ত পারফরম্যান্স দেখে বাকি অনেকের মতো তিনিই হাততালি দিয়ে ওঠেন। আর সেই সব মুহূর্তের ছবি ভাইরাল হয় নিমেষে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সারা-শুভমানের গলা জড়ানো ছবি! সত্যি ঘটনা? আসল খবর শুনলে ছিঃ ছিঃ করবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement